বাণিজ্য ডেস্ক :
চলতি বছরের প্রথম তিন মাসে সৌদি আরবের তেল কোম্পানির কর্ণধার আরামকোর লাভ বেড়েছে ৮০ শতাংশ।
বেশ কয়েকদিন আগেও বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছিল অ্যাপল। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বদলে দিয়েছে পুরো চিত্র। জ্বালানি তেলের দাম বৃদ্ধি শাপে বর হয়ে দাঁড়িয়েছে আরামকোর জন্য। অ্যাপলকে পেছনে ফেলে আরামকো চলে এসেছে সামনের সারিতে।
রোববার (১৫ মে) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের প্রথম তিন মাসে আরামকোর লাভ হয়েছে ৮০ শতাংশ। মুদ্রামানের হিসাবে এই লাভের অংক ৩৯ দশমিক ৬ বিলিয়ন ডলার। গত অর্থবছরে এ সময়ে কোম্পানিটির লাভের অংক ছিল ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার।
আরামকো মূলত সৌদি আরবের রাষ্ট্রসমর্থিত কোম্পানি। একদিকে সরকারি সুবিধা, অন্যদিকে করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় বেড়ে গেছে হাইড্রোকার্বনের চাহিদা। দুইয়ে মিলে বিশ্ববাজারে রাজার হালে নিজের অবস্থানকে পাকাপোক্ত করছে কোম্পানিটি।
এছাড়াও রাশিয়া-ইউক্রেন সংকটে যখন সারা বিশ্ব মূল্যস্ফীতির বেড়াজালে আবদ্ধ, যখন ১৪ বছরের রেকর্ড ভেঙে মার্চ মাসে তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১৩৯ ডলার, তখন লাভের ভাগের বড় অংশটি গেছে আরামকোর ঘরে। পরবর্তীতে তেলের দাম কিছুটা কমে এলেও ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নামেনি। আন্তর্জাতিক বেঞ্চমার্কের শেষ তথ্য মতে, রোববার (১৫ মে) ব্যারেলপ্রতি জ্বালানি তেলের (ক্রুড অয়েল) দাম ছিল ১১১ ডলার।
গত সপ্তাহে আরামকো অ্যাপলকে টপকে গেছে। শেয়ারবাজারে কোম্পানিটির মূলধন দাঁড়িয়েছে ২ দশমিক ৪৬৪ ট্রিলিয়ন ডলার। যেখানে অ্যাপলের মূল্য ২ দশমিক ৪৬১ ট্রিলিয়ন ডলার।
সূত্র: এপি