জাতীয় ডেস্ক :
নাটোরে ৩২ পেট্রল পাম্পে পেট্রল ও অকটেন সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে গ্রাহকদের চাহিদা থাকলেও পেট্রল ও অকটেন সরবরাহ করা হচ্ছে অর্ধেকের কম।
সংশ্লিষ্টরা জানান, ঈদের পর থেকে নাটোরের পাম্পগুলোতে পেট্রল ও অকটেন সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। এতে মোটরসাইকেল ব্যবহারকারীদের বিপাকে পড়তে হয়। প্রতিটি পাম্পে মোটরসাইকেল ব্যবহারকারীদের ২০০ থেকে ৩০০ টাকার বেশি পেট্রল ও অকটেন দেওয়া হচ্ছে না।
শামীম হোসেন নামে একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি জানান, চাকরির কারণে তাকে পুরো জেলায় ঘুরতে হয়। এতে করে তার প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকার পেট্রল প্রয়োজন হয়। অথচ কোন পাম্পে ২০০ টাকার বেশি পেট্রল পাচ্ছেন না। তিন থেকে চারটি পাম্প ঘুরে তাকে পেট্রল নিতে হচ্ছে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গ্রামের মোটরসাইকেল ব্যবহারকারীরা। ছোট ছোট দোকান থেকে পেট্রল কিনে ব্যবহার করলেও এখন পাওয়া যাচ্ছে না।
সদর উপজেলার আগদিঘা গ্রাম থেকে দোকানদার জাহিদ বিক্রির জন্য এসেছিলেন পেট্রল কিনতে শহরের স্টেশন বাজারের ফ্রেন্ডস পেট্রল পাম্পে। এ পাম্প থেকে মোটরসাইকেলে সীমিত পেট্রল দিলেও তাকে দেওয়া হয় না। সেখান থেকে পেট্রল না পেয়ে তিনি আসেন শহরের হাফরাস্তা এলাকায় নাটোর পেট্রল পাম্পে। সেখানেও একই পরিস্থিতিতে পড়েন তিনি।
জাহিদ আরও বলেন, গ্রামের মোটরসাইকেল ব্যবহারকারীরা শহরে না এসে তাদের মতো দোকানদারের কাছ থেকে পেট্রল কিনে ব্যবহার করেন। তার মতো কোনো দোকানদারের কাছে এখন বিক্রির মতো কোনো পেট্রল নেই।
নাটোর পেট্রল পাম্পের ম্যানেজার শংকর কুন্ডু জানান, সিরাজগঞ্জের বাঘাবাড়ি পয়েন্ট থেকে জেলার পেট্রলপাম্প গুলোতে চাহিদার অর্ধেক পেট্রল ও অকটেন সরবরাহ করা হচ্ছে। এরফলে সীমিত আকারে পেট্রল ও অকটেন সরবরাহ করা হচ্ছে।