হোম জাতীয় স্বাস্থ্যমন্ত্রীর হক কথা; গার্মেন্টস-বাজার খুলে দেওয়ায় সংক্রমণ বেড়েছে

স্বাস্থ্যমন্ত্রীর হক কথা; গার্মেন্টস-বাজার খুলে দেওয়ায় সংক্রমণ বেড়েছে

কর্তৃক
০ মন্তব্য 104 ভিউজ

অনলাইন ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রীর হক কথা;গার্মেন্টস ও বাজার খুলে দেওয়ায় সংক্রমণের সংখ্যা বেড়েছেই চলেছে। তবে আশার বানী শুনিয়ে তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনে চললে এই সংখ্যা কমানো সম্ভব হবে । বৃহস্পতিবার (১৪ মে) শেরেবাংলা নগর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ মোকাবিলায় নব নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যান্য দেশের চেয়ে আমরা ভালো করেছি। আমাদের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অন্যান্য দেশের চেয়ে অনেক কম বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমরা ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার ৫৪ জন নার্সকে নিয়োগ দিয়েছি। নিয়োগ-প্রক্রিয়া স্বাভাবিকভাবে চললে ১০ থেকে ১৫ মাসের মধ্যে এটি সম্পূর্ণ হতো। সকলের পরিশ্রমেই নিয়োগ প্রক্রিয়া দ্রুত করা সম্ভব হয়েছে। তাই সকলে মিলে আমরা একসঙ্গে কাজ করবো এবং এই যুদ্ধে জয়লাভ করবো। মন্ত্রী আরও বলেন, মানুষ অসহায় হয়ে চিকিৎসকদের কাছে আসেন। তাই চিকিৎসক-নার্সদের উচিত রোগীদের পাশে দাঁড়ানো। রোগীদের মানসিকভাবে শক্তি বৃদ্ধি করা আপনাদের দায়িত্ব।

করোনা প্রাদুর্ভাবের কারণে অনেকগুলো কোভিড-১৯ হাসপাতাল তৈরি হয়েছে। জেলা-উপজেলা পর্যায়েও করা হয়েছে। এই সকল হাসপাতালে ভর্তি রোগীদের সেবা দেওয়ার জন্য সিনিয়র স্টাফ নার্সদের নির্দেশ দেন মন্ত্রী। শুধু করোনা রোগী নয়, সকলকেই সেবা দেওয়া এবং নিজেদের সুরক্ষিত রাখতেও আহ্বান জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন