হোম খেলাধুলা যুদ্ধের দামামায় সরে গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু

খেলাধূলা ডেস্ক :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দামামায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু সেন্ট পিটার্সবার্গ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। টুর্নামেন্টটির ফাইনাল রাশিয়া থেকে সরিয়ে ফ্রান্সের প্যারিসের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গুঞ্জনটা আগে থেকেই ছিল। এবার তা সত্যি হলো। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলার পরিপ্রেক্ষিতে বদলে গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক বৈঠকে কর্তৃপক্ষ ফাইনালের ভেন্যু রাশিয়া থেকে সরিয়ে ফ্রান্সে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

রাশিয়া ও ইউক্রেন সংঘাত বাড়ছেই। এরই মধ্যে ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আরও আগেই ইউক্রেন সরকার ও আমেরিকা আশঙ্কা জানিয়েছিল, যে কোনো মুহূর্তে ইউক্রেন দখল করার জন্য আক্রমণ চালাতে পারে মস্কো। এবার তেমন কিছুই হচ্ছে।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে, উয়েফা প্রেসিডেন্ট কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক ডেকেছে । শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩ টায় শুরু হয় এই বৈঠক। যেখানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পরিবর্তিত ভেন্যু নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে আগামী ২৮ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। তবে উত্তপ্ত হতে থাকা পরিস্থিতির কারণে উয়েফাকে আগে থেকেই ভেন্যু পরিবর্তনের অনুরোধ করে এসেছে ব্রিটিশ সরকার ও বিভিন্ন ফুটবল সমর্থকগোষ্ঠী। যে প্রেক্ষাপটে সিদ্ধান্ত বদলে বাধ্য হয়েছে উয়েফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফাইনালের ভেন্যু পরিবর্তন করা হলেও, পরিবর্তন হয়নি তারিখের।

এর আগে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ও আর্সেনালের হোমভেন্যু এমিরেটসে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনের গুঞ্জন উঠেছিল।

এদিকে উয়েফা গৃহীত নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়া ও ইউক্রেনের ক্লাবগুলো চ্যাম্পিয়ন্স লিগ অথবা ইউরোপা লিগে হোম ভেন্যুর সুবিধা পাবেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাদের হোম ভেন্যুর ম্যাচগুলো খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে।

এদিকে শুধু ক্লাব ফুটবল নয়, আন্তর্জাতিক ফুটবলেও পড়তে পারে বড় ধরনের প্রভাব। আগামী ২৪ মার্চ বিশ্বকাপ প্লে-অফের ম্যাচে পোল্যান্ডকে আথিতেয়তা দেওয়ার কথা রাশিয়া। এছাড়া একইদিনে স্কটল্যান্ডের বিপক্ষে নামবে ইউক্রেন। তবে বর্তমান পরিস্থিতির কারণে অনিশ্চিত দুটি ম্যাচ। সেক্ষেত্রে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা কি সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন