বাণিজ্য ডেস্ক :
সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৩২ বোতল বিদেশি মদ ও ২ হাজার ৫২ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে, ২৪ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টায় বিসিজি স্টেশন সেন্ট মার্টিন কর্তৃক স্টেশন কমান্ডার লে. তারেক আহমেদের নেতৃত্বে টেকনাফ থানার অধীন ছেঁড়াদ্বীপসংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় এলাকার কেয়া বনে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাদা রঙের ৭০টি বস্তা জব্দ করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৮৩২ বোতল বিদেশি মদ (গ্রান্ড রয়েল) এবং ২ হাজার ৫২ ক্যান বিয়ার (আন্দামান) জব্দ করা হয়।
এ বিষয়ে কমান্ডার লে. তারেক আহমেদ বলেন, জব্দ বিদেশি মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।