হোম আন্তর্জাতিক রাশিয়ার ৫০ সেনা হত্যার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার ৫০ সেনাকে হত্যার খবর প্রকাশ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ ছাড়া আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানায় তারা। এ নিয়ে ৬টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করল তারা।

এএফপি জানায়, ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, শচস্তিয়া নিয়ন্ত্রণে আছে। খারকিভ শহরে ‘রাশিয়ান দখলদারদের’ ৪টি ট্যাঙ্ক পোড়ানো হয়েছে। এ সময় ৫০ জন রাশিয়ান সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করে তারা।

এ ছাড়া এ পর্যন্ত রাশিয়ার ৬টি যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, খুব ভালোভাবে ক্রামাতোরস্কে তারা রাশিয়ান সেনাদের রুখে দিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর এ দাবি উড়িয়ে দিয়েছে। এদিকে ইউক্রেনের সামরিক বিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পরই এ দাবি করল মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনীর বেশ কিছু বিমানঘাঁটির সামরিক অবকাঠামো অচল হয়ে গেছে। রাজধানী কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী।

এর আগে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া ইউক্রেনের সীমান্তরক্ষী ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

ক্রিমিয়া হয়ে ইউক্রেনে প্রবেশ করেছে রুশ সামরিক যান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বেলারুশ সীমান্ত ক্রসিং থেকে লাইভস্ট্রিম ভিডিওতে ইউক্রেনে সৈন্য ও সামরিক যানের সারি দেখানো হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন