জাতীয় ডেস্ক :
টাঙ্গাইল বন থেকে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ তিনজনকে গ্রেফতার করেছে বন বিভাগ। শুক্রবার ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রসুলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ট্রাকচালক টাঙ্গাইলের বাসাইল উপজেলার পূর্বপাড়া এলাকার আবু বক্করের ছেলে মোরশেদ, তার সহকারী বগুড়া জেলার জয়নালের ছেলে ইউসুফ এবং ট্রাকমালিক বাসাইল উপজেলার সোনারচর গ্রামের ফজলের ছেলে আব্দুল মান্নান। এ সময় ২১৪.৬০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
এ ব্যাপারে বন বিভাগের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া স্টেশন অফিসার সোলাইমান হোসেন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে মহাসড়ক দিয়ে ট্রাকভর্তি কাঠ উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সে সময় ট্রাকটিকে সিগনাল দিলে তারা না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে তাদের ধাওয়া করে রসুলপুর এলাকায় আটক করা হয়। তাদের কাছে বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা দেখাতে পারেনি। পরে তাদের গ্রেফতার করে বন বিভাগে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলেও জানিয়েছেন তিনি।