ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে পৃথক স্থান থেকে পৃথক মাদক মামলার দুইজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই রুহুল আমীন সহ সংগীয় পুলিশ ফোর্স কাকডাঙ্গা ও আট্টাকী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো মূলঘরের কাকডাঙ্গা গ্রামের বাদল শেখ (৩৮) ও আট্টাকী গ্রামের সুরজিৎ ঘোষ (৪২)। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।