দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :
কলারোয়ায় কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে এক নজরে নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৫ জানুয়ারী (বুধবার) উপজেলার ৮ নং কেরালকাতা ও ১০ নং কুশোডাঙ্গা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেরালকাতা ইউপি নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান হলেন নৌকা প্রতীকের স,ম মোরশেদ আলী।
বেসরকারী ফলাফলে কেরালকাতা ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক নির্বাচিত সাধারন সদস্য (মেম্বর) হলেন- ১নং ওয়ার্ডের শেখ মুজিবুর রহমান মজু (মোরগ), ২ নং ওয়ার্ডে শিমুল হোসেন (ফুটবল), ৩ নং ওয়ার্ডে মোশারাফ মোড়ল (মোরগ), ৪ নং- মিজানুর রহমান (ফুটবল), ৫ নং- সাহাজুল সরদার (টিউবওয়েল), ৬ নং- মোস্তফা কামাল (টিউবওয়েল), ৭ নং-শহিদুল ইসলাম (তালা), ৮ নং-রফিকুল ইসলাম (ঘুড়ি) ও ৯নং ওয়ার্ডে- মোতাহার রহমান (তালা)। সংরক্ষিত ওয়ার্ডের (মহিলা) সদস্যরা হলেন, ১ নং ওয়ার্ডে-কোহিনুর বেগম(বই),২ নং-সোনিয়া লায়লা(হেলিকপ্টার) ও ৩ নং ওয়ার্ডে মনোয়ারা বেগম(মাইক)।
অনুরুপভাবে, ১০ নং কুশোডাঙ্গা ইউপি’র স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান হলেন সাইদ অঅলী গাজী। প্রকাশিত ফলাফলে ওয়ার্ড ভিত্তিক নির্বাচিত সাধারন সদস্য (মেম্বর) হলেন ১ নং ওয়ার্ড জাকির হোসেন (বৈদ্যুতিক পাখা), ২ নং-আনিছুর রহমান(ফুটবল), ৩ নং-ফরিদ উজ্জামান খান (মোরগ), ৪ নং- আব্দুল গফ্ফার (টিউবওয়েল), ৫ নং- অনন্ত দালাল (মোরগ), ৬ নং- আহসান হাবিব (টিউবওয়েল),৭ নং- মফিজউদ্দীন মুফতি (ফুটবল),৮ নং-আলী আহম্মদ(মোরগ) ও ৯ নং ওয়ার্ডে- শেখ ফারুক হোসেন (মোরগ)।
সংরক্ষিত ওয়ার্ড সদস্য (মহিলা) আসনে নির্বাচিত সদস্যরা হলেন, ১ নং ওয়ার্ডে ফরিদা বেগম (বক), ২ নং-মর্জিনা খাতুন (মাইক) ও ৩ নং ওয়ার্ডে-কদবানু বেগম (মাইক)। উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস, দুটি ইউনিয়নের ভোট সুষ্টু, সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা সহ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, পঞ্চম ধাপের নির্বাচনে ৫ জানুয়ারী কলারোয়ার ৮ নং কেরালকাতা ও ১০ নং কুশোডাঙ্গা ইউপি নির্বাচন ৫ জানুয়ারী বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।