হোম আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগে কোটি কোটি ডলারের ক্ষতি: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক :

ক্রিস্চিয়ান এইডের নতুন এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে কয়েক লাখ মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। বাস্তুচ্যুত হয়েছেন অসংখ্য মানুষ। অর্থনৈতিকভাবে কয়েক হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারি বৃষ্টিপাত, বন্যা, ভূমিধস, ঘূর্ণিঝড়, হারিকেন কিংবা টর্নেডো প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা বিশ্বের বিভিন্ন প্রান্তের কোটি কোটি মানুষ। আর এর জন্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকেই দুষছেন গবেষকরা। নতুন এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন দুর্যোগে রেকর্ড পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

দাতব্য সংস্থা ক্রিস্টিয়ান এইডের গবেষণায় দেখা গেছে, চলতি বছরের ১০টি ভয়াবহ দুর্যোগের মধ্যে প্রত্যেকটি ঘটনায় দেড়শ’ কোটি ডলারের বেশি করে ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে গেল আগস্টে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিক্যান আইডা ও জুলাইতে ইউরোপের বন্যায় সবচেয়ে বেশি আর্থিক প্রভাব পড়েছে।

ক্রিস্টিয়ান এইড বলছে, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দুর্যোগের কারণে বৈশ্বিক অর্থনীতির মারাত্মক ক্ষতি হয়েছে। আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। মানুষের প্রাণহানির ঘটনাও উল্লেখযোগ্য। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে দ্বিতীয় অবস্থানে ইউরোপ। বিশেষ করে গেল জুলাইতে জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় সংস্থাটি।

উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোও প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সবচেয়ে বেশি দুর্যোগের মুখোমুখী হয়েছে উন্নয়নশীল দেশগুলো। বন্যা ও ঘূর্ণিঝড়ে অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে ভয়াবহ এসব প্রাকৃতিক দুর্যোগের অধিকাংশই সরাসরি জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত। এ বিষয়ে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ অবস্থায় ক্রিস্টিয়ান এইডের বাংলাদেশের আইন উপদেষ্টা নুসরাত চৌধুরি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বলেন, কপ টুয়েন্টি সিক্সে জলবায়ু পরিবর্তনকজনিত ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হলেও এ বিষয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠনে ব্যর্থ হয়েছেন বিশ্ব নেতারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন