অনলাইন ডেস্ক :
মহামারীতে প্রথমবারের মতো একদিনে এক লাখের বেশি ভাইরাস সংক্রমণের রেকর্ড করেছে ফ্রান্স। এছাড়া গত মাসে হাসপাতালে কোভিড রোগীর ভর্তির সংখ্যা দ্বিগুণ হয়েছে। একদিকে, দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন, অন্যদিকে নতুন লকডাউন দেয়ার সিদ্ধান্ত, সব মিলিয়ে কোভিড মোকাবেলায় ফরাসি সরকারের প্রচেষ্টাকে জটিল করে তুলছে।
আঞ্চলিক স্বাস্থ্য পরিষেবা অনুসারে, প্যারিস অঞ্চলে ১০০ জনের মধ্যে ১ জনেরও বেশি লোক গত সপ্তাহে পজেটিভ শনাক্ত হয়েছে। যার বেশিরভাগই নতুন ওমিক্রন প্রকরণ। আগামী দিনে এই সংক্রমণ আরও বাড়বে বলে সরকারী বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন।
এদিকে, সাম্প্রতিক মাসগুলিতে ডেল্টা প্রকরণের বৃদ্ধির ফলে, ফ্রান্সের হাসপাতালে কোভিড আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং বড়দিনের ছুটিতে আইসিইউগুলিকে আবারো চাপের মধ্যে ফেলেছে। গত সপ্তাহে ভাইরাসে এক হাজার জনেরও বেশি লোক মারা গেছে, সামগ্রিকভাবে দেশটিতে ১ লক্ষ ২২ হাজারের বেশি লোক কোভিডে মারা গেছে।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার ভাইরাস মোকাবেলায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে, সোমবার জরুরি বৈঠক ডেকেছে। কিছু বিজ্ঞানী এবং শিক্ষাবিদ স্কুলে ছুটি-পরবর্তী প্রত্যাবর্তন বিলম্বিত করার আহ্বান জানিয়েছেন, কেউ কেউ আবারো কারফিউ আরোপ করারও পরামর্শ দিয়েছেন।
তবে ফ্রান্সের শিক্ষামন্ত্রী বলেছেন, ৩ জানুয়ারী স্কুলগুলি যথারীতি খোলা উচিত, এবং অন্যান্য সরকারী আধিকারিকরা এমন পদক্ষেপগুলি এড়াতে কাজ করছেন, যা দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করবে।
পরিবর্তে ফরাসী সরকার আশা করছে, ধাপে ধাপে টিকা দেওয়াই যথেষ্ট হবে। বর্তমান হেলথ পাস সিস্টেমের পরিবর্তে সরকার একটি খসড়া আইন প্রণয়ন করছে, ওই আইনের আওতায় সমস্ত রেস্তোরাঁ এবং অনেক পাবলিক ভেন্যুতে প্রবেশের জন্য টিকা দেওয়ার প্রয়োজন হবে।বর্তমান হেলথ পাস নিয়মে যদি কেউ টিকা না নিয়ে থাকে, তাহলে তাকে নেগেটিভ টেস্ট রেজাল্ট কিংবা কোভিড থেকে নিরাময়ের প্রমাণ দেখাতে হয়।