জাতীয় ডেস্ক :
নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রথমবারের মতো বিটকয়েন সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ লেনদেন শুরু হয়েছে মঙ্গলবার (১৯ অক্টোবর)। লেনদেন শুরুর একদিন পরই প্রতি বিটকয়েনের দাম ছাড়িয়েছে ৬৫ হাজার ডলার। যা ইতিহাসে বিটকয়েনসহ সব ধরনের ক্রিপ্টোকারেন্সির মধ্যে সর্বোচ্চ।
ইটিএফ একপ্রকারের বিনিয়োগ তহবিল। যেটি স্টক এক্সচেঞ্জগুলোতে কেনাবেচা হয়।
সিনেটের প্রতিবেদন থেকে জানা গেছে, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ‘প্রোশেয়ার্স বিটকয়েন স্ট্র্যাটেজি’ ইটিএফ লেনদেন শুরু হয় মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে। শুরু থেকেই বিটকয়েনের দামে ঊর্ধ্বগতি। বুধবার (২০ অক্টোবর) ৬৫ হাজার ডলারের মাইলফলক পার হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা তিনটায় বিটকয়েনের দাম ৬৬ হাজার ডলারের বেশি ছিল।
যদিও সেপ্টেম্বর শেষে ভার্চ্যুয়াল মুদ্রাটির দাম ছিল ৪৩ হাজার ডলারের কাছাকাছি। তবে সে দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।
শুধুমাত্র গত সাত দিনে এই বৃদ্ধির হার ১৭ শতাংশের বেশি। অপরদিকে বিটকয়েননির্ভর আরেকটি ইটিএফ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে আসার অপেক্ষামান রয়েছে। সেগুলোর লেনদেন শুরু হবে যখন দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পর্যালোচনা শেষে অনুমোদন দিবে।