হোম জাতীয় ভিন্ন আঙ্গিকে প্রথমবার ভর্তি পরীক্ষা নিল বুয়েট

জাতীয় ডেস্ক :

কোভিডের কারণে এক বছর বন্ধ থাকার পর অনুষ্ঠিত হলো বুয়েটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এবারই প্রথম এমসিকিউ ও লিখিত দুইভাবে মূল্যায়নের পর বুয়েটে ভর্তির সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বর্তমানে ছুটিতে থাকা বুয়েট শিক্ষার্থীরা ১৩ নভেম্বর থেকে আবারও অনলাইনে ক্লাস শুরু করবেন।

বুধবার (২০ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনিশ্চয়তা কাটিয়ে নির্ধারিত সময়ের এক বছর পর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থী বলেন, আমরা অনেকদিন পর কলেজ জীবন পার করে বিশ্ববিদ্যালয়ের দিকে পা দিচ্ছি। সেজন্য অনেক আনন্দ লাগছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে এখানে দুইবার মূল্যায়ন করা হচ্ছে সে হিসেবে ভালো প্রতিযোগিতা হবে। তাই যারা ভালো তারাই টিকে থাকবে।

এবার পরীক্ষা পদ্ধতিতে আনা হয়েছে পরিবর্তন। এমসিকিউ ও লিখিত দুই পদ্ধতিতে মূল্যায়নের পর বুয়েটে ভর্তির সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভর্তিচ্ছুরা।

ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, এক ঘণ্টায় ১০০টা এমসিকিউ তার ওপর গণিত থাকে অনেক বেশি। সেটা সমাধান করাটা অনেক ঝামেলা হয়ে যায়। যেহেতু অটোপাশের ওপর ভিত্তি করে দিচ্ছে সে হিসেবে প্রশ্ন আরেকটু সহজ হলে ভালো হতো।

এই পদ্ধতিতে একজন শিক্ষার্থীকে নির্বাচনী ও লিখিত দুইটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীরা পড়েছেন বিড়ম্বনায়।

অভিভাবকরা বলেন, এইভাবে দুইবার পরীক্ষার দেওয়ার কারণে দুইবার আসতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এই পদ্ধতিতে সমস্যা হলেও আমার মনে হয় ভালো।

কোভিড পরিস্থিতি বিবেচনায় বাড়ানো হয়েছে পরীক্ষা কেন্দ্র ও প্রবেশ পথ। ডিজিটাল জালিয়াতি রোধে নেওয়া হয় নানা সতর্কতা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের যে সিকিউরিটি গার্ড আছে, তাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করছি। আর বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিচ্ছি।

উপাচার্য জানান, বিগত বছরের তুলনায় বেশি ভর্তিচ্ছুকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে এবার। বাড়ানো হয়েছে ৫০ টি আসন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, প্রথমে আমাদের অনলাইনে ক্লাস শুরু হবে এরপর শিক্ষার্থীরা যদি ৪ সপ্তাহের মধ্যে টিকা নিয়ে নিতে পারে তাহলে একমাস পরে হল খুলে দেওয়া হবে।

বুধ ও বৃহস্পতিবার চারধাপে অনুষ্ঠিত হচ্ছে ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রাক নির্বাচনী পরীক্ষা। এতে অংশ নেবে ১৮ হাজার ৮ জন। ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে ৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২১৫ জন বুয়েটে ভর্তির সুযোগ পাবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন