খেলাধুলা ডেস্ক :
সাফ চ্যাম্পিয়নশিপের আগে নতুন জার্সির জন্য ডিজাইন আহ্বান করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখান থেকে দুটি ডিজাইন বাছাই করেছে সংস্থাটি। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে সেই জার্সি পরেই খেলবেন অস্কার ব্রুজনের শিষ্যরা।
হোম ম্যাচ খেলার জন্য নির্বাচিত জার্সিটি সবুজ রঙের, গায়ে লাল ডোরাকাটা। বুকের বাম পাশে বাফুফের লোগো এবং ডান পাশে বাংলাদেশের পতাকা। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য নির্বাচিত জার্সিটি লাল রঙা। এর কাঁধের অংশ সবুজ রঙের। আর হোম জার্সির মতো বুকের বাম পাশে বাফুফের লোগো এবং ডান পাশে বাংলাদেশের পতাকা। হোম জার্সিটি ডিজাইন করেছেন নারায়ণগঞ্জের সুব্রত দাশ, অন্যদিকে সিলেটের স্বপন আহমেদ ডিজাইন করেছেন লাল জার্সিটির।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ ও নেপালের বিপক্ষে। এই আসরকে সামনে রেখে গত ২২ সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরে আরও একজনকে দলে যোগ করে তারা। সবশেষ সোমবার (২৭ সেপ্টেম্বর) চারজনকে বাদ দিয়ে ২৩ সদস্যের দল দিয়েছে সংস্থাটি। এলিটা কিংসেলেসহ বাদ পড়েছেন আরও তিন ফুটবলার। তারা হলেন- মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা, ডিফেন্ডার মেহেদি হাসান মিঠু ও আতিকুজ্জামান।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ৫টি দেশ। ভুটানের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই দোটানা ছিল। তবে শেষ পর্যন্ত জানা গেছে, ভুটান ফুটবল দলকে দেশটির সরকার বাইরে খেলতে যেতে অনুমতি দেয়নি বলে তারা অংশ নিতে পারবে না। অন্যদিকে ফিফা থেকে নিষিদ্ধ পাকিস্তান। তাই তারাও অংশ নিতে পারছে না। ১৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে রাউন্ড পর্বের শীর্ষ দুই দল।
প্রথম দিন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে নেপাল। দিনের দ্বিতীয় ম্যাচে জামাল ভূঁইয়ারা খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ৩ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। ৬ অক্টোবর খেলবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। আর ১১ অক্টোবর অস্কারের শিষ্যরা খেলবে নেপালের বিপক্ষে।
এর আগে ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসর বসেছিল বাংলাদেশে। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় মালদ্বীপ। এই টুর্নামেন্ট প্রথমে পাকিস্তানে ও পরে বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু ৯ আগস্ট সাফের কার্যনির্বাহী কমিটির সভায় জানানো হয়েছে অক্টোবরের ওই টুর্নামেন্ট আয়োজন করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আগামী ১ থেকে ১৩ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে সবাইকে মানতে হবে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম। ৩ দিন আগেই অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোকে মালদ্বীপে গিয়ে পৌঁছাতে হবে। এরপর হোটেল কোয়ারেন্টাইনও করতে হবে তাদের। করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলে মিলবে অনুশীলন করার অনুমতি। সাফ শিরোপা পুনরুদ্ধারের মিশনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কোচ অস্কার ব্রুজনের বাংলাদেশ দল ঢাকা ছাড়বে।