হোম আন্তর্জাতিক নারীদের ড্রাইভিং স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক :

দিন দিন আরও কঠোর হচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। এবার নারীদের প্রথম ড্রাইভিং স্কুল বন্ধ করে দিয়েছে গোষ্ঠীটি।

নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দাড়ি কাটার ওপর। তবে আফগানিস্তানে নতুন করে আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে বিভিন্ন এয়ারলাইন্সকে অনুরোধ জানিয়েছে তালেবান। এদিকে তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার তালিকায় যুক্ত হলো ইতালি।

কথা দিয়ে কথা রাখছে না আফগানিস্তানের তালেবান সরকার। একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের ঘোষণা দিচ্ছে গোষ্ঠীটি। নারীদের সরকারে অন্তর্ভুক্তি ও কাজ করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না করে বরং দেশটির প্রথম নারীদের ড্রাইভিং স্কুলটিও বন্ধ করে দিয়েছে তালেবান।

দু’দিন আগেই তালেবানের সদস্যরা প্রকাশে মৃতদেহ ঝুলিয়ে ত্রাস সৃষ্টি করেছে সাধারণ আফগানদের মাঝে। প্রকাশ্যে শিরশ্ছেদ ফিরিয়ে আনার ইঙ্গিতের পর এবার নাপিতদের কারও দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। দেশটির হেলমান্দ প্রদেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তালেবানের ধর্মীয় পুলিশের তরফ থেকে বলা হয়েছে, কেউ এই নিষেধাজ্ঞা না মানলে তাকে কঠোর শাস্তি পেতে হবে।

এদিকে দেশটিতে ফের সব আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে বিভিন্ন এয়ারলাইন্সকে অনুরোধ জানিয়েছে তালেবান। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখী বলেন, আন্তর্জাতিক ফ্লাইট সেবা চালু না হওয়ায় বিদেশে অবস্থানরত আফগান নাগরিক আর দেশে অবস্থানরত সাধারণ মানুষ ও ছাত্ররা সমস্যায় পড়েছেন।

এ অবস্থায় তালেবান সরকারকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্বের অধিকাংশ দেশ। সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছে ইতালিও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, তালেবানের বর্তমান মন্ত্রিসভায় ১৭ জন সন্ত্রাসী রয়েছে। আর নারী ও মেয়েদের মানবাধিকার প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে।

এ কারণে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া ইতালির পক্ষে অসম্ভব। তবে আফগানিস্তানের রিজার্ভের জব্দকৃত কয়েকশ’ কোটি ডলার আফগান জনগণের ফেরত পাওয়া উচিত বলেও মনে করে ইতালি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন