পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে শনিবার (৫জুন) সরকারি কে.জি.ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার(ভারপ্রাপ্ত) ডা.শহীদুজ্জামান ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ. সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,উপজেলা কৃষি অফিসার মো.আলী আজিম শরীফ, কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.সালমা,কৃষক লীগের সভাপতি শামীম খান প্রমূখ।
এ প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩২টি স্টলে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা তাদের পালিত হাস-মুরগি,গরু-ছাগলসহ বিভিন্ন রকম পশু-পাখি প্রদর্শন করেন।