আন্তর্জাতিক ডেস্ক :
করোনা মহামারির কারণে এই প্রথম বিশ্বভারতীতে উৎসববিহীন পালিত হলো রবীন্দ্র জন্মজয়ন্তী। এ বছর শুধু রীতি ধরে রাখার তাগিদেই আজ ২৫ বৈশাখ (৯ মে) কবিগুরুর জন্মদিন উদযাপন হলো। এদিন শান্তিনিকেতনে ছিল না কোনো উৎসবের আমেজ।
প্রতি বছর এই দিনে শান্তিনিকেতনে সকাল থেকে রাত পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় কবিগুরুর জন্মজয়ন্তী। সকালে উপাসনা গৃহে উপাসনা ও রবীন্দ্র সংগীত গেয়ে কবিকে স্মরণ করা হয়। এ ছাড়াও রবীন্দ্রভবনের বিচিত্রা প্রদর্শনশালায় গুরুদেবের বিভিন্ন বিষয়ে চিত্র প্রদর্শনী, রবীন্দ্রভবন অথবা পুরানো ঘণ্টাতলায় রবীন্দ্র সংগীত, আবৃত্তি ও কবিতা মাধ্যমে উৎসব উদযাপন করা হয়।
এ ছাড়াও সন্ধ্যায় পাঠভবনের গৌরপ্রাঙ্গণে রবীন্দ্রনাথ রচিত নৃত্যনাট্য পরিবেশন করা হয়। এভাবেই সারা দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরুদেবকে স্মরণ করা হয়। কিন্তু গত বছরের মার্চ মাস থেকে বন্ধ বিশ্বভারতীর ক্যাম্পাস। অনলাইনে পাঠদান হলেও দেড় বছরেরও বেশি সময় ধরে ছাত্রছাত্রী শূন্য বিশ্ব ভারতীর ক্যাম্পাস।
যদিও গত বছর স্থানীয় ছাত্র-ছাত্রীদের নিয়ে রবীন্দ্র সংগীতের মাধ্যমে উদযাপিত হয় রবীন্দ্র জন্মজয়ন্তী। কিন্তু এ বছর গত ১৭ এপ্রিল থেকে ৯ মে, রোববার পর্যন্ত বিশ্বভারতীর বিভিন্ন ভবন, সদন, সেন্টার, অফিস বন্ধ করা হয়েছে করোনা সংক্রমনের কারণে। তবে পানীয় জল, বিদ্যুৎ, হাসপাতাল ও স্যানিটাইজেশন প্রভৃতি জরুরী পরিষেবা চালু থাকবে বলে জানা গেছে বিশ্বভারতীর বিজ্ঞপ্তিতে।
আজ রোববার সকাল ৭টায় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত চক্রবর্তী প্রথমে শান্তিনিকেতনে উপাসনা গৃহ ও ছাতিমতলায় ও পরে রবীন্দ্রভবনের উদয়ন গৃহের কবিকক্ষে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বলে জানা গেছে বিশ্বভারতী সূত্রে। তবে হয়নি কোনো উৎসব।