কলারোয়া( সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কলারোয়ায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার(৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন শেষে প্রথম টিকা গ্রহন করেন, তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত ঘোষ, ডাক্তার জাহিদ আলম, ডাক্তার কানিজা ফাতিমা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফ্ফার, জেলা আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেনসহ মেডিকেল অফিসার ও স্বাস্থ্য কর্মকর্তা-কর্মীবৃন্দ।
উল্লেখ্য, কোভিড- ১৯ (করোনা ভাইরাস) টিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমেই টিকা গ্রহন করেন, স্থানীয় এমপি এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহসহ ২৪ জন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এ পর্যন্ত ৭ হাজর ১৯০ ডোজ করোনা টিকা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলে ডাক্তার জিয়াউর রহমান জানান।
এ ছাড়া টিকা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ২ জন নার্সসহ ৪ জন স্বেচ্ছাসেবক সেবা প্রদান করছেন বলে জানান। কলারোয়ায় কোভিড- ১৯ ভ্যাকসিন টিকা প্রদান কার্যক্রম শুরু হওয়ায় উপজেলাবাসি সন্তোষ প্রকাশ করেন।
s