হোম অন্যান্যসারাদেশ মাগুরায় কবরস্থানের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংষর্ষ, আহত ১৫

মাগুরায় কবরস্থানের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংষর্ষ, আহত ১৫

কর্তৃক Editor
০ মন্তব্য 113 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরার মহম্মদপুর উপজেলার আড়পাড়া গ্রামে কবরস্থানের কমিটি গঠন নিয়ে, বিরোধের জের ধরে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসাপাতাল ও গুরুতর জখমবস্থায় একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আড়পাড়া গ্রামে স্থানীয় কবরস্থানের কমিটি গঠন নিয়ে শনিবার রাতে সাকেন আলী ও জিবলু খানের, সমর্থকদের মধ্যে বিরোধ ও এক পর্যায়ে হাতাহাতি হয়।

এ বিরোধকে কেন্দ্র করে আজ রবিবার দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের হামলা-পাল্টা হামলায় ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ও ইকবাল নামে এক যুবককে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক নাথ বিশ্বাস বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন