হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে নানা আয়োজনে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

বাগেরহাটের মোল্লাহাটে নানা আয়োজনে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 104 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে আজ শনিবার (১২ ডিসেম্বর) “যদি ও মানছি দূরত্ব, তবু ও আছি সংযুক্ত” প্রতিপাদ্যের আলোকে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মাল্টি মিডিয়ার মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শনী, সেমিনার, চিত্রাঙ্কণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কমরুন্নেসা, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, সমবায় কর্মকর্তা আশুতোষ কুমার মল্লিক, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওসমান হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, সহকারী প্রগ্রামার(তথ্য ও প্রযুক্তি) তানিয়া ফেরদৌসী প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন