পিরোজপুর অফিস :
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’এই শ্লোগানে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১২ডিসেম্বর) উপজেলা পরিষদ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে উপজেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ উপজেলার সকল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ গ্রহন করেন।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জান্নাত আরা তিথি , কাউখালীর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ অনেকে।
s