হোম অন্যান্যসারাদেশ অনলাইনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা : চ্যালেঞ্জ ও সমাধান ——————————————-

অনলাইনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা : চ্যালেঞ্জ ও সমাধান ——————————————-

কর্তৃক Editor
০ মন্তব্য 73 ভিউজ

সাইফুল ইসলাম,

বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাবে শিক্ষা ব্যবস্থা চরম সংকট বিরাজ করছে। ইতোমধ্যে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রদানের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।আর করোনা প্রাদুর্ভাবের মধ্যেই অনলাইনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিষদ। ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করাতে ইচ্ছুক নন উপাচার্যরা।

তবে জাতীয় বিশ্ববিদ্যালয় আগের মত ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করাবে। এই বছর ১৩ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী ছিল। এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়া একটা বড় চ্যালেঞ্জ। সম্প্রতি একটা জরিপে দেখা যায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ১৪% এর কোন স্মার্ট ফোন নেই। সেখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তার সংখ্যাটা দ্বিগুণ হবে। যাদের স্মার্ট ফোন নেই তারা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে? দ্বিতীয়ত, ইন্টারনেট সংযোগ গ্রামাঞ্চলে অপ্রতুল। গ্রামে থ্রি জি ঠিকমত কাজ করে না। সেখানে গ্রামের শিক্ষার্থীরা কিভাবে নির্দিষ্ট সময়ে পরীক্ষা শেষ করবে সেটা একটা চ্যালেঞ্জ। এতে করে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। তৃতীয়ত, নকল প্রবণতা প্রতিরোধ একটি চ্যালেঞ্জিং হবে।

দেখা গেলো ৩/৪ জনকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে বসিয়ে রাখলো ক্যামেরার অগোচরে। ইন্টারনেট ব্রাউজ করে উত্তর বের করে পরীক্ষা শেষ করলো। যত মনিটরিং এর ব্যবস্থা করা হোক না কেন নকল প্রতিরোধ অসম্ভব হবে। এতে মেধার অবমূল্যায়ন হবে। বাংলাদেশে শিক্ষার্থীদের আইসিটি নলেজ এখনও কম।

তারা এপস ইন্সটল এবং প্রোগ্রামটি অপারেট করা এবং অনলাইনে পরীক্ষার পূর্বধারণা না থাকলে বিড়ম্বনার শিকার হবে। এতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্নবিদ্ধ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কার্যক্রমকে ইউজিসি অনুসরণ করতে পারে। উল্লেখ্য এই বছর কয়েকটি বিশ্ববিদ্যালয় ব্যতীত অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অধিক সংখ্যক শিক্ষার্থীর ক্ষেত্রে দেশের প্রতিটি জেলায় কেন্দ্র স্থাপন করে পরীক্ষা নেয়া যেতে পারে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জেলা প্রশাসকের সমন্বয়ে একটি কমিটি করে পরীক্ষা নিতে পারে। আমি স্বচ্ছ ভর্তি পরীক্ষা নিশ্চিত করতে ইউজিসি কে অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন