হোম অন্যান্যসারাদেশ সুন্দরবনে ফিরেছে জেলেরা মাছ ও কাঁকড়ার পারমিট চালুতে স্বস্তি

সুন্দরবনে ফিরেছে জেলেরা মাছ ও কাঁকড়ার পারমিট চালুতে স্বস্তি

কর্তৃক
০ মন্তব্য 124 ভিউজ

খুলনা অফিস :

দু’মাস পাশ পারমিট বন্ধ থাকার পর পুনরায় মাছ ও কাঁকড়া আহরনের পারমিট চালু হওয়ায় সুন্দরবনের জেলেদের মাঝে প্রাণচ্যাঞ্চল্য ফিরে এসেছে। নতুন করে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। তারা আবারও নব উদ্যোমে সুন্দরবনে প্রবেশ করতে শুরু করেছে। বন বিভাগের সূত্র জানায়, ১ সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম সুন্দরবন বিভাগের ১৬টি ফরেষ্ট ষ্টেশন থেকে ৬ হাজার বিএলসিধারী জেলের অনুকুলে পারমিট প্রদান শুরু করেছে বনবিভাগ। ফরেষ্ট ষ্টেশনগুলোয় উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। জেলেদের পদভারে মুখরিত হচ্ছে ফরেষ্ট ষ্টেশন। ভীড়ের চাপে পারমিট দিতে হিমশিম খেতে হচ্ছে ষ্টেশনে কর্মরত বন বিভাগের লোকজনদের।

এদিকে, পারমিট হাতে পেয়ে এক মুহুর্ত দেরী না করে হাজার হাজার জেলে নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের উদ্দেশ্যে বনে ঢুকে পড়ছে। জেলেদের জালে প্রচুর পরিমান মাছও ধরা পড়ছে। এতে বেজায় খুশী জেলেরা। সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার ৫নং কয়রা গ্রামের জেলে আবুল বাশার গাজী জানান, দীর্ঘদিন পর বনে গিয়ে চরপাটা জাল ধরে রেকর্ড পরিমান মাছ পেয়েছি। এদিকে, কয়রার দেউলিয়া মৎস্য আড়তে গিয়ে দেখা যায় সর্বত্র সুন্দরবনের মাছে ছয়লাব। বেশি পরিমান মাছ আড়তে জমে যাওয়ার কারণে দামও কম। ১ কেজি মাছ সচরাচর যেখানে ২৫০-৩০০শ’ টাকা কেজি দরে বিক্রি হতো বর্তমানে একই মাছ সেখানে ১শ-১৫০ টাকা কেজি দরে বেচাবিক্রি হয়েছে। এ ব্যাপারে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক আবু সালেহ বলেন, দু’মাস পারমিট বন্ধ থাকার কারনে সুন্দরবনে মাছের ব্যপক বংশ বিস্তার ঘটে। সে জন্য জেলেরা বেশি পরিমান মাছ পেয়েছে। তবে অসাধু জেলেদের বিষক্রিয়ায় মাছ শিকার বন্ধ করা সম্ভব হলে মাছের পরিমান আরো বাড়বে বলে তিনি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন