হোম খুলনাসাতক্ষীরা তালার আনিসা ক্লিনিকের মালিক ফারুক জোয়ারদারের বিরুদ্ধে লুটপাট তথ্য সংগ্রহ করায় সাংবাদিকের হত্যার হুমকি

তালার আনিসা ক্লিনিকের মালিক ফারুক জোয়ারদারের বিরুদ্ধে লুটপাট তথ্য সংগ্রহ করায় সাংবাদিকের হত্যার হুমকি

কর্তৃক Editor
০ মন্তব্য 23 ভিউজ
নিজস্ব প্রতিনিধিঃ
সাংবাদিকের হত্যার হুমকি ভিডিও ভাইরাল ভিডিওতে শোনা যায় আল আমিন ভাই আপনি কোথায় আছেন কোথায় হাত দিয়েছেন জানেন ফারুক জোয়ারদার কে চেনেন আপনাকে প্রকাশ্য জবাই করে হত্যা করব বলে অকৃত ভাষায় গালিগালাজ করেন। সাতক্ষীরা জেলা তালা আনিসা ক্লিনিকের মালিক বিএনপি নেতা পরিচয় দানকারী ফারুক জর্দার বিরুদ্ধে শেখ হাসিনা পদত্যাগ করার পরেই ৫ তারিখে তালার বাজারে প্রকাশ্য দোকানঘর দখল হিন্দু পরিবারের বাড়ি থেকে স্বর্ণ অলংকার দুটি গরু সহ বিভিন্ন জিনিস লুটপাট সহ নিরীহ মানুষকে বিদেশে পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া ও নারী কেলেঙ্কারি অভিযোগ উঠলে স্থানীয় সাংবাদিক দৈনিক যশোর বার্তা পাটকেলঘাটা প্রতিনিধি সাংবাদিক আল আমিন সরদার কে তার মোবাইল ফোনে ফোন দিয়ে তাকে প্রকাশ্য জবাই করে দিবে বলে হত্যার হুমকি দিলেন তালা আনিশা ক্লিনিকের মালিক ফারুক জর্দারের ও তার বাহিনী।
এ ব্যাপারে তালা উপজেলার তালা থানার জাওলা গ্রামের এক সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি বলেন ৫ তারিখের পরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালান এর পরেই বিএনপি নেতা পরিচয় দানকারী তালা আনিসা ক্লিনিক ফারুক জর্দার সহ কিছু লোকজন আমাদের বাড়িতে ঢুকে ৩০ লক্ষ টাকার মতো লুট করেন গোয়াল ঘর থেকে দুইটা গরুও ধরে নিয়ে যান এই ফারুক জর্দার। তিনি আরো বলেন এই ফারুক জর্দার একজন আদম ব্যবসায়ী দীর্ঘদিন মানুষকে বিদেশে পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন শেখ হাসিনার পদত্যাগ করার পরেই সেই বিএনপি নেতা পরিচয় দিয়ে  অসহায়দের টাকা না দেওয়ার বিভিন্ন তালবাহানা করছেন তাছাড়া সে একজন লুচ্চা প্রকৃত লোক তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
আর এক ভুক্তভোগী জানান তালা থানার আনিসা ক্লিনিকের মালিক ফারুক জোয়ারদারের সাথে আমার কথা হয় আমাকে বিদেশে পাঠাবে বলে আমরা চার লাখ আশি হাজার টাকা লেনদেন করি। এখন আমাদের টাকা দিবে না বলে বিভিন্ন তালবাহানা করছেন।
এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক আল আমিন সরদার জানান  জানান গত ১০ডিসেম্বর  ফারুক জোয়ারদারে অপকর্ম   অনুসন্ধান করে রাতে যখন বাসায় ফিরলে তাকে  বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দিয়ে হত্যার  হুমকি দিচ্ছে। এমন অবস্তায় তিনি  প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন