বাণিজ্য ডেস্ক:
সরকারি অফিস আদালতের সময়ের সঙ্গে তাল মিলিয়ে ঈদের পর থেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এসময় ক্লিয়ারিং হাউসে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির জন্যও নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১২ জুন) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, নতুন সূচিতে আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটিরদিন ব্যতীত নতুন সময়সূচিতে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ বা ব্যাচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) কার্যক্রম পরিচালিত হবে।
বিএসিএইচের (বিএসিপিএস) মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর ৩টার মধ্যে নিষ্পত্তি হবে।
আর রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) ক্লিয়ারিংয়ের জন্য দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে বিকেল ৫টার মধ্যে। তবে বিইএফটিএন এর তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চলবে।
এদিকে, আরটিজিএসের মাধ্যমে গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা, কাস্টমস ডিউটি ই-পেমেন্ট ১০টা থেকে বিকেল ৫টা এবং আন্তব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন ১০টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত চলবে।
এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংক ও বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।