হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের স্বপ্ন পূরণে ওয়াশিংটন ইউনিভার্সিটি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের স্বপ্ন পূরণে ওয়াশিংটন ইউনিভার্সিটি

কর্তৃক Editor
০ মন্তব্য 128 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের পথ সহজ করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যেখানে প্রায় ২ হাজার প্রবাসী শিক্ষার্থীকে বর্তমানে সাশ্রয়ী খরচে শিক্ষা ও পার্ট টাইম চাকরির সুবিধা দেয়া হচ্ছে।

একটি মুগ্ধকর পরিবেশ ও নিখুঁত ব্যবস্থাপনার ছায়ায় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বিদেশি নাগরিকদের এই স্বপ্ন পূরণের পথে শিক্ষার্থীদের জন্য রয়েছে অপার সুযোগ। লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পথপ্রদর্শক হয়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

২০০৮ সালে ওয়াশিংটনের নিকটবর্তী ঐতিহাসিক শহর আলেকজান্দ্রিয়ায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে অনলাইন ও অফলাইন উভয়ভাবেই বিজনেস এডমিনিস্ট্রেশন, ইনফরমেশন টেকনোলজি ও সাইবার সিকিউরিটি বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স কোর্সের সুযোগ রয়েছে।

তাছাড়া, নিয়মিত শিক্ষার্থীরা বিনামূল্যে পাচ্ছেন সাড়ে ৫ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, যা সফল করে তুলছে উন্নত কর্মসংস্থানে যেতে।

শিক্ষার্থীরা জানান, এই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করার পর ওয়ার্ক পারমিট পেতে কোনো ধরনের অসুবিধা হয়নি। তাছাড়া শিক্ষার্থীদের ব্যাপারে বিশেষ করে এখানকার সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে কর্তৃপক্ষ যথেষ্ট যত্নশীল।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরে রয়েছে লাইব্রেরি, ক্যান্টিন এবং মানসিক স্বাস্থ্য সহায়ক একাধিক ক্লাব। প্রত্যেক শিক্ষার্থীকে মেধা ভিত্তিক ৩০-৫০ শতাংশ স্কলারশিপ দেয়ার পাশাপাশি, তাদের সামর্থ্য অনুসারে ব্যবস্থাও করা হয়েছে আবাসনের।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং চ্যান্সেলর প্রকৌশলী আবুবকর হানিপ বলেন, ‘গত ৩ বছরে এই প্রতিষ্ঠানের অগ্রগতি হয়েছে ৭০০ শতাংশ। আমরা অনেক বেশি শিক্ষার্থীদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কাজ করে থাকি।’

প্রতিষ্ঠানটির প্রসিডেন্ট ড. হাসান কারাবার্ক বলেন, ‘আমরা প্রধানত লক্ষ্য করে থাকি যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় নিজেদের বাড়ির মতো সুরক্ষিত অনুভব করতে পারেন। যেহেতু অধিকাংশই বাড়ি থেকে অনেক দূরে অবস্থান করছে, তাই তাদের সঙ্গে পরিবারের মতো আচরণ করা হয়ে থাকে।’

কর্তৃপক্ষ জানায়, একটি মানসম্মত শিক্ষা কারিকুলাম এবং কর্মোপযোগী প্রশিক্ষণের জন্য অনেক বিশ্ববিদ্যালয় থেকেই ট্রান্সফার নিয়ে পড়াশোনা করছে এখানে। পড়াশোনা শেষে চাকরির সুযোগ নিশ্চিত হওয়ায় শিক্ষার্থীদের কাছে একটি নির্ভরযোগ্য ক্যাম্পাসে পরিণত হয়েছে এই ইউনিভার্সিটি।

বিশ্বের ১২০টি দেশের ২ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যার মধ্যে বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন ৮০০ জন বাংলাদেশি শিক্ষার্থী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন