বাগেরহাট প্রতিনিধি:
সুন্দরবনের দূর্স্যতা পেশা থেকে আত্বসর্মপনকারী ২৭ টি বাহিনীর ২৮৪ জন সাবেক দর্স্যুকে পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে র্যার-৮।
উপহার সামুগ্রী পাওয়া দর্স্যুদের মধ্যে বাগেরহাটের সাইনবোর্ড এলাকার ৩২ জন, ভাগা ৮৬ জন, মোংলা ৫৮ জন।
এছাড়া খুলনার জিরো পয়েন্টে ২৬ জন, চুকনগর ১জন, তালা বাজার ৩ জন, শিববাড়ী ৪জন, কয়রা ১৩ জন, মুন্সিগঞ্জ ৫৪ জন, সদরকোর্ট এলাকার ৭জন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০ টায় মোংলার স্থায়ী বন্দর শিল্প এলাকার পিকনিক কর্নার সংলগ্ন এলাকায় সাবেক এসব দর্স্যুদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। নগদ অর্থসহ এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। র্যাব-৮ এর অধিনায়ক লে: কর্ণেল কাজী যুবায়ের আলম শোভন ঈদের এই উপহার তুলেদেন।
র্যাব-৮ এর অধিনায়ক লে: কর্ণেল কাজী যুবায়ের আলম শোভন বলেন,আত্মসমর্পণকারী বনদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। এছাড়া র্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে বনদস্যু বা জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।
এসময় র্যাব ফোর্সেস এর সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এদিকে ঈদ শুভেচ্ছা পেয়ে র্যাবের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন আলোর পথে আসা আত্মসমর্পণকারী অভিযাত্রীরা।
উল্লেখ্য ২০১৮ সালের ১লা নভেম্বর সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিভিন্ন সময় আত্বসর্মপনের মাধ্যমে স্বাভাবিক জিবনে ফিরে আসে বন দস্যুরা।