হোম অর্থ ও বাণিজ্য কোরবানির ঈদ পর্যন্ত রেমিট্যান্সে সুবাতাসের সম্ভাবনা, বাড়বে রিজার্ভও

অর্থনীতি ডেস্ক:

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো প্রবাসী আয় ছাড়িয়েছে ২ বিলিয়ন ডলার। আগামী কোরবানির ঈদ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। এতে বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভও।

রোববার (৩ মার্চ) সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক।

তিনি বলেন, সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার, যা চলতি অর্থবছরে সর্বোচ্চ। সামনে রোজার ঈদ ও কোরবানির ঈদ রয়েছে। এসময় বাড়বে দেশের রেমিট্যান্স প্রবাহ।

কোরবানির ঈদ পর্যন্ত প্রতি মাসেই রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে মেজবাউল হক বলেন, রোজা-ঈদে প্রবাসীরা দেশে আত্মীয়-স্বজনদের জন্য বিপুল পরিমাণ অর্থ পাঠায়। তাই ধারণা করা হচ্ছে, আগামী কোরবানির ঈদ পর্যন্ত প্রতি মাসেই রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়াবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কাটবে ডলার সংকটও।

এদিকে, সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে আসা ২ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা জানান, গত মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহের গতি ভালো ছিল। তখনই রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হয়েছিল। মূলত বাড়তি প্রণোদনার ঘোষণায় বাড়ছে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা।

এর আগে ২২ অক্টোবর থেকে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রতি ১০০ টাকায় প্রণোদনার সঙ্গে প্রবাসীদের বাড়তি আরও আড়াই শতাংশ বেশি অর্থ দেয়ার নির্দেশনা কার্যকর করে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের দেয়া আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরও আড়াই শতাংশ অর্থ বেশি দিয়ে রেমিট্যান্স কিনতে পারবে ব্যাংকগুলো।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। যা ছিল বিগত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন