হোম অর্থ ও বাণিজ্য দুষ্টচক্রের জন্য ন্যায্য দামে পণ্য বিক্রি হয় না: ডিএফডি চেয়ারম্যান

দুষ্টচক্রের জন্য ন্যায্য দামে পণ্য বিক্রি হয় না: ডিএফডি চেয়ারম্যান

কর্তৃক Editor
০ মন্তব্য 131 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

পৃথিবীর প্রায় সব দেশের উৎসবে দ্রব্যমূল্যের দাম হ্রাস পায়, বাংলাদেশে উল্টো উৎসবে বা সুযোগ পেলেই জিনিসপত্রের মূল্য বাড়িয়ে দেয় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এসব দুষ্টচক্রের কারণে বাজারে ন্যায্য দামে পণ্য বিক্রি হয় না ফলে ভোক্তারা কষ্টে আছেন বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির (ডিএফডি) চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

শনিবার (২ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষে ঢাকাস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত “বাজার ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ভোক্তা অধিকার সংরক্ষণ করবে” শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার প্রচেষ্টা থাকলেও রমজান শুরুর আগেই নিত্যপণ্যের মূল্য আরেক দফা বৃদ্ধি পেয়েছে। অসাধু ব্যবসায়ীদের কবল থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ। তাই বাজারের ব্রয়লার মুরগি, গরুর মাংস, চিনি, ছোলা, পেঁয়াজ, খেজুরসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়ছেই। ইতোমধ্যে জ্বালানি তেলের দাম আরেক দফা বেড়েছে যার জন্য পরিবহণ ভাড়া বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আবারও বৃদ্ধি পেতে পারে। সরকার অতি প্রয়োজনীয় কিছু পণ্য সামগ্রীর উপর শুল্ক কমালেও দাম কমার কোন আভাস দেখছেন না বলে তিনি মন্তব্য করেন।

চৌধুরি কিরণ সবার সমন্বিত সহযোগিতার ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশাবাদ প্রকাশ করেন। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি এবং ভোক্তা-অধিকার সংরক্ষণের জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তির উপর জোর দেয়ার পরামর্শ দেন তিনি।

এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ভোক্তাদের অধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এজন্য এই অধিদপ্তর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কনজিউমার কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) ব্যবহার করে সহজে স্বল্প সময়ে অধিকসংখ্যক ভোক্তাদের সর্বোচ্চ সেবা দান করে থাকে। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন হয়। কারণ অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করতে হলে ভোক্তাদের সচেতনতা বাড়ানো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে সয়াবিন তেল ও চিনির মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রিফাইনারি থেকে বাজার পর্যন্ত মজুদ পরিস্থিতি জানার জন্য সাপ্লাই চেইন ম্যানজেমেন্ট সিস্টেম (এসসিএমএস) নামের একটি অ্যাপ তৈরির কাজ করছে ডিএনসিআরপি। এর মাধ্যমে এসব পণ্যের অবৈধ মজুদ সহজে শনাক্ত করা এবং এর সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। তাছাড়া কৃষিজ পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের সংশ্লিষ্টদেরএগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বিতর্ক প্রতিযোগিতার এই অনুষ্ঠানে সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন