হোম খুলনাযশোর মঙ্গলকোট ও বিদ্যানন্দকাটি ইউনিয়নে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মঙ্গলকোট ও বিদ্যানন্দকাটি ইউনিয়নে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 136 ভিউজ

ভ্রাম্যমান প্রতিনিধি:

যথাযথ মর্যাদায় মঙ্গলকোট ও বিদ্যানন্দকাটি ইউনিয়নে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচী শুরু হয়।

মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মঙ্গলকোট শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঙ্গলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচারই সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচারই টিএস মাধ্যমিক বিদ্যালয়, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠ, হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লে: মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজ, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ, বিদ্যানন্দকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে প্রভাত ফেরী শেষে স্ব-স্ব প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনাসভা অনু্ষ্ঠিত হয়।

বিভন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জানানো হয়, শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্বের ১৮৮ টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে ইতিহাস অতিব গর্বের। ১৯৫২”সালের ২১”ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জব্বারসহ হাজারো যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষার স্বীকৃতি আদায় করে বীর বাঙ্গালী সন্তানেরা। ভাষার জন্য আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়ে দাবি আদায়ের ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল। সম্মানের আসনে তাই বাঙ্গালীর অবস্থান শীর্ষে একথা জোর দিয়ে বলা যায়। ১৯৯৮ সালে মঙ্গলকোট ইউনিয়নের কৃতি সন্তান, কেবপুরের সংসদ, বাংলাদেশ সরকারের প্রয়াত শিক্ষামন্ত্রী কেশবপুর তথা বাংলাদেশের গর্ব মরহুম এএসএইচকে সাদেক মহোদয়ের প্রচেষ্টায় ২১”ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে স্বীকৃতি আদায় করার পর থেকেই বিশ্বের ১৮৮ টি দেশে পালিত হয়ে আসছে। এটা জাতি হিসাবে আমাদের একক গর্ব বলতে পারি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন