বাণিজ্য ডেস্ক:
ভর্তুকি দিয়ে টিসিবির পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চাইলেও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে সরকারের এই উদ্যোগ ভেস্তে যেতে বসছে। বরিশালে টিসিবির এই পণ্য খোলার বাজারে বিক্রি হচ্ছে আরও বেশি দামে। কেউ গোপনে, কেউবা আবার টিসিবির লোগো মুছে হরহামেশাই বিক্রি করছে এসব পণ্য।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বিএম কলেজ এলাকার টিপু এন্টারপ্রাইজে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। এ সময় বোতলজাত ৫১ লিটার সয়াবিন তেল টিসিবির সিল কাটা অবস্থায় উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় ৪০ হাজার টাকা।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, অতিরিক্ত মুনাফার আশায় সরকারের পণ্য খোলা বাজারে বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। খবর পেয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ডিলারশিপ বাতিলের ব্যাপারেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ছাড়াও টিসিবির সব ডিলারদের নজরদারির আওতায় আনার কথা জানান তিনি।
তবে টিসিবির ডিলার আরিফুর রহমানের দাবি, যে তেলের বোতলগুলো বিক্রি হয়নি সেগুলোর সিল ভুলবশত কেটেছে কর্মচারীরা। বাইরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কিছু করা হয়নি বলেও দাবি তার।
শুধু তেলই নয়; চাল, ডাল, চিনিসহ টিসিবির পণ্য চোরাগোপ্তাভাবে অধিক মূল্যে বিক্রি করার অভিযোগ অসাধু ডিলারদের বিরুদ্ধে।
ক্রেতারা জানান, কয়েক মাস ধরে একটি চক্র এমন করে যাচ্ছে। টিসিবির ডিলারশিপ এখনই যদি ঢেলে না সাজানো হয়, তাহলে এ অবস্থা আরও ভয়াবহ হবে। সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
বরিশাল নগরীতে মোট টিসিবির ডিলার আছেন ১১১ জন। এসব ডিলারের মাধ্যমে প্রতিমাসে প্রায় ৯০ হাজার কার্ডধারী গ্রাহকের কাছে বিভিন্ন পণ্য বিক্রি করা হয়।