জাতীয় ডেস্ক:
নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। এ সময় ১২ ব্যক্তি ও বিভিন্ন দুর্ঘটনার জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সংসদ অধিবেশন শুরু হয়। এ সময় সর্বসম্মতিক্রমে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু ও শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। বিরতির ফাকে রাষ্ট্রপতির কাছে দুজনই শপথ নেন।
এদিকে অধিবেশনের শুরুতে শোক প্রস্তাবটি আনা হয়। প্রস্তাব গ্রহণের পর সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মোনাজত করা হয়।
শোক প্রস্তাবে স্মরণ করা হলো যাদের
> কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ মৃত্যু।
> সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যু।
> সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারের মৃত্যু।
> নওগাঁর সাবেক সংসদ সদস্য ড. মো. আকরাম হোসেন চৌধুরীর মৃত্যু।
> সংসদ সচিবালয়ের পরিচালক বেগম লাবণ্য আহমেদ, সিনিয়র সহকারী সচিব খন্দকার আব্দুল মোতালিব, ব্যক্তিগত কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও কেয়ারটেকার মনির উদ্দিন আহমদের মৃত্যু।
> সাবেক সচিব ও রাষ্ট্রদূত ওলিউর রহমান, পুলিশের সাবেক মহাপরিদর্শক বীর মুক্তিযোদ্ধা নরুল আনোয়ার, জাতীয় অধ্যাপক আব্দুল মানিক, জার্মানি ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, সংসদ সদস্য মোফজ্জল হোসেন চৌধুরীরর ছেলে সাজেদুল হোসেন চৌধুরীরর দীপুর মৃত্যু।
> নেপাল ও জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহত এবং ক্ষতিগ্রস্তদের জন্য।
> চীনের মধ্যঞ্চলীয় হেনান প্রদশে কয়লার খনিতে দুর্ঘটনা।
> বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড, গাজীপুরের ভাওয়ালে মোহনগঞ্জ একপ্রেসের দুর্ঘটনায় হতাহতদের জন্য।
> মানিকগঞ্জের পাটুয়ারিয়ায় ফেরিডুবিতে নিহত।
> বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাস।