হোম অর্থ ও বাণিজ্য পাইকারী-খুচরা ব্যবসায়ীদের ওপর দোষ চাপালেন চালকল মালিকরা

পাইকারী-খুচরা ব্যবসায়ীদের ওপর দোষ চাপালেন চালকল মালিকরা

কর্তৃক Editor
০ মন্তব্য 87 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

কিছু পাইকারী ও খুচরা ব্যবসায়ী কম দামে চাল কিনে বাজারে দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা চাল কল মিল মালিক গ্রুপ এবং জেলা মিল মালিক ও ধান চাল সমিতি।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে জেলায় চালের বাজার পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে চাল মিল মালিক সমিতি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মিল মালিক গ্রুপের সহ-সভাপতি আনোয়ার হোসেন।

জেলা চাল কল মিল মালিক গ্রুপ এবং জেলা মিল মালিক ও ধান চাল সমিতি জানায়, ধানের দাম বেড়ে যাওয়ার চালের দাম বৃদ্ধি পেয়েছিল। মিল মালিকরা একত্রিত হয়ে ধান কেনা বন্ধ করে দেয়ায় ধানের দাম কমে গেছে। জিরাসাইল ৬৪ কেজি টাকার চাল আবার ৬২ টাকা করে বিক্রি হচ্ছে। বর্তমানে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরেও সরকারের আহ্বানে সাড়া দিয়ে দাম কমিয়েছি চাল মিল মালিকরা।

জেলা চাল কল মিল মালিক গ্রুপের সহ-সভাপতি আনোয়ার হোসেন আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় উৎপাদিত মিনিকেট/জিরাশাইল, ২৮ চাউল, স্বর্ণা চাউল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকি। দীর্ঘদিন থেকে আমরা জেলার চাল ব্যবসায়ীরা সুনামের সঙ্গে সারা দেশে প্রসিদ্ধ চাল সরবরাহ করে থাকি। সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছি। আপনারা জানেন সারা বছরে বিভিন্ন সময় ধানের দাম ওঠানামা করায় চালের দামে একটু হেরফের হওয়াই স্বাভাবিক। তারপরও আমরা সহনীয় মূল্যে চাল সরবরাহ করে থাকি। আমরা জেলা প্রশাসনের সঙ্গে সভা করে ইতোমধ্যে চালের বাজার সহনীয় রাখতে সুলভ মূল্যে চাল বিক্রির বাজার দর অর্থাৎ চালের মূল্য নির্ধারণ করে প্রত্যেকটি মিলে ব্যানার ঝুলিয়েছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নবাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আকবর হোসেন, মোজাম্মেল হক অটো রাইস মিলের চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, ফারুক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসেন, আতিক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজ উদ্দিন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন