বাণিজ্য ডেস্ক:
নভেম্বর থেকে ডিসেম্বর মাসের আমদানি বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ দশমিক ২৭ বিলিয়ন ডলার দায় পরিশোধ করার পর বাংলাদেশের রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।
বুধবার (১০ জানুয়ারি) সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।
তিনি জানান, নভেম্বর থেকে ডিসেম্বর মাসের আমদানি বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের ১ দশমিক ২৭ বিলিয়ন ডলার দায় পরিশোধ করেছে বাংলাদেশ। এতে মঙ্গলবার (৯ জানুয়ারি) বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী, রিজার্ভ বর্তমানে ২০ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
আকু হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যকার একটি আন্তঃ আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রফতানি হয়, তা প্রতি দুমাস পরপর নিষ্পত্তি করা হয়। এ ছাড়া অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়ে থাকে।
এর আগে সবশেষ ২৮ ডিসেম্বর আইএমএফের শর্তানুযায়ী বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী, রিজার্ভ ছিল ২১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার, যা আগের মাসে ছিল ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার।