হোম আন্তর্জাতিক জয়শঙ্করের সঙ্গে বৈঠকে কী বললেন ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক:

‘টু প্লাস টু’ সংলাপ শুরু হওয়ার আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার (১০ নভেম্বর) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছার কিছুক্ষণ পরই তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দুদেশের কৌশলগত সহযোগিতা, প্রতিরক্ষা এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

জয়শঙ্করের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন বলেন, ভারতে আসা সব সময়ই চমৎকার। স্মরণীয় ও উল্লেখযোগ্য অংশীদারিত্বের সম্পর্ক গড়ছি আমরা। শুধু দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, আমাদের আঞ্চলিক সম্পর্কও মজবুত হচ্ছে। ভারতের নেতৃত্বে জি-২০ সম্মেলনই এর অন্যতম প্রমাণ।

তিনি আরও বলেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের দুই দেশের ভবিষ্যতের লক্ষ্যে আরও অনেক কাজ করার আছে। আমরা ভারতের সঙ্গে মিলিতভাবে ভবিষ্যত তৈরি করছি।

ভারত-যুক্তরাষ্ট্র পঞ্চম ‘টু প্লাস টু’ মন্ত্রী পর্যায়ের সংলাপে অংশ নিতে শুক্রবার (১০ নভেম্বর) দিল্লিতে পৌঁছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সংলাপে দুই দেশের মধ্যকার সম্পর্কের নানা দিক উঠে আসার পাশাপাশি বাংলাদেশের আসন্ন নির্বাচন বা রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ আসবে কি-না, তা নিয়ে শুরু থেকেই বিভিন্ন পক্ষের কৌতূহল রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১০ নভেম্বর) ভোরে দিল্লি পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আর দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দিল্লি পৌঁছান বৃহস্পতিবার (৯ নভেম্বর)। তাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

প্রতিবেদনে বলা হয়, ‘টু প্লাস টু’ সংলাপ শুক্রবার অনুষ্ঠিত হবে। এতে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

কিন্তু দেশ দুটির এ সংলাপে কী নিয়ে হবে আলোচনা? সংশ্লিষ্টরা বলছেন, টু প্লাস টু সংলাপে দ্রুত সম্প্রসারিত ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্কের বিষয়ে ব্যাপক পর্যালোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন