আন্তর্জাতিক ডেস্ক:
তিন সপ্তাহের ব্যবধানে আবারও মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সফরের শুরুতে শুক্রবার (৩ নভেম্বর) তিনি ইসরাইলে পৌঁছেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর দিকে দৃষ্টি দিতেই তেল আবিব সফর করছেন ব্লিঙ্কেন।
সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইসরাইলের যাওয়ার আগে ব্লিঙ্কেন বলেছিলেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য ইসরাইলের কাছ থেকে ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ চাইবেন তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও গাজায় চলমান সংঘাতে মানবিক বিরতির আহ্বান জানিয়েছেন।
হামাসের হামলার পর গত ১২ অক্টোবর ইসরাইল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সফরে ইসরাইলের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং যেকোনো অবস্থায় যুক্তরাষ্ট্র ইসরাইলের পাশে থাকবে বলে ঘোষণা দেন।
সেই সফরে ইসরাইল ছাড়াও জর্ডান, কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সফর করেছেন ব্লিঙ্কেন। যদিও সেই সফরে আরব দেশগুলোর কাছ থেকে ইসরাইলের পক্ষে সমর্থন আদায়ে ব্যর্থ হন তিনি।
এদিকে গাজা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলার দাবি করেছে ইসরাইলি বাহিনী। তবে এর জবাবে ইসরাইলি সেনাদের ‘কালো ব্যাগে’ করে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বৃহস্পতিবার (২ নভেম্বর) এক টেলিভিশন ভাষণে ইসরাইলকে এই হুমকি দেন। তিনি বলেন, ‘গাজায় নিজেদের সেনা নিহতের যে সংখ্যা ইসরাইলি বাহিনী জানিয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি।’