হোম খুলনাবাগেরহাট কয়লা নিয়ে মোংলার ভিড়েছে একটি ভারতীয় জাহাজ

বাগেরহাট প্রতিনিধি:

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি জগ রাজীব নামক একটি বানিজ্যিক জাহাজ। ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে গত ২১ অক্টোবর ৫৪ হাজার ৭০ মেট্টিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দ্যেশে ছেড়ে আসে ভারতীয় পতাকাবাহী এ জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার(১ নভেম্বর) ভোররাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় নোঙ্গর করে কয়লাবাহী জাহাজ এম,ভি জগ রাজীব। এরপর সকাল থেকেই শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ। তিনি জানান, ফেয়ারওয়ে এলাকায় রেখে ওই জাহাজ থেকে ২৩ হাজার মেট্রিকটন কয়লা খালাস করা হবে। এর পর বাকী ৩১ হাজার ৭০ মেট্রিকটন কয়লা নিয়ে জাহাজটি বন্দরের হারবাড়ীয়ায় আসবে। সেখানে রেখে লাইটারে খালাস করা হবে জাহাজে থাকা অবশিষ্ট কয়লা।

এর পর লাইটারেজে করে নেওয়া কয়লা নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। পরে জেটি থেকে তা সংরক্ষণ করা হবে বিদ্যুৎ কেন্দ্রের গোডাউনে।

এদিকে পরিক্ষামুলক উৎপাদন শুরু হওয়া রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ভ্যাচুয়ালী উদ্ধোধন করার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের(বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, গত মঙ্গলবার (২৪ অক্টোবর) বিদ্যুৎ কেদ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছিলো। এসময় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বিদ্যুৎ কেন্দ্রের এ কর্মকর্তা জানান, আজ বুধবার(১ নভেম্বর) মোংলা- খুলনা নতুন নির্মিত রেল পথের ভ্যাচুয়ালী উদ্ধোধন করবেন বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় ভার্চুয়ালী রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উদ্ধোধন করা হবে। এর পর নিয়মিত বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট প্রতিনিয়ত বিদ্যুৎ উৎপাদন করবে।

বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরাম উল্লাহ বলেন, ‘মৈত্রী প্রকল্প বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব ও দৃঢ় বন্ধনের প্রতীক। দেশ-বিদেশের কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষজ্ঞদের প্রচেষ্টায় আমরা দ্বিতীয় ইউনিটের কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’

এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায়। এরপর কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন