নিজস্ব প্রতিনিধি:
উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে, এ জন্য বৃক্ষরোপণের কোন বিকল্প নেই- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন আহ্বানে সাড়া দিয়ে সাতক্ষীরায় সবুজ বিপ্লব গড়ে তুলতে কাজ শুরু করেছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাসিমুখ ও সেঞ্চুরি একাডেমির প্রতিষ্ঠাতা শেখ এজাজ আহমেদ স্বপন। তিনি গত ৩ মাস ধরে সাতক্ষীরায় স্কুল, কলেজ, মাদ্রাসা, খেলোয়াড়, সেলুন মালিক-কর্মচারী ও মসজিদভিত্তিক মুসল্লিদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির আম গাছের চারা বিতরণ করে আসছেন। ইতিমধ্যে প্রায় ৮০ হাজার মানুষের মাঝে গাছের চারা বিতরণ করে এলাকায় সাড়া ফেলেছেন। সাতক্ষীরায় সবুজ বিপ্লব ঘটাতে চান ৮০ দশকের তুখড় এই ছাত্র নেতা। তিনি ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিনে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সের ও টুঙ্গিপাড়ার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছেন।
শেখ রাসেলের জন্মদিন দিবস পালন উপলক্ষে মঙ্গলবার (২৪ অক্টোবর) আশাশুনি উপজেলার প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির আম গাছের চারা বিতরণ করেন।
হাসিমুখ সেঞ্চুরি একাডেমির সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শেখ এজাজ আহম্মেদ স্বপনের উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালি, প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদরাসার সভাপতি মো. কামরুজ্জামান, প্রধান শিক্ষক মুহাম্মদ মাসুম বিল্লাহ,সহকারী শিক্ষক, আ. মান্নান প্রমুখ। সবুজ বেষ্টনী গড়ার লক্ষ্যে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ কর্মসূচি হাতে নেয়া মাদ্রাসার পক্ষ থেকে শেখ এজাজ আহম্মেদ স্বপনকে ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মে স্বপন বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহ্বান থেকে উদ্বুদ্ধ হয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছি। উপকূলীয় জেলা সাতক্ষীরায় সবুজ বিপ্লব গড়ে তোলা আমার মূল লক্ষ্য। এতে একদিকে যেমন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস পাবে তেমনি পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবেন।
তিনি আরও জানান, এবছর জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে গাছ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন। গত তিন মাসে বিনামূল্যে প্রায় ৮০ হাজার মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। চলবে আগামী আরও ১৫ দিন। সেখানে আরও ২০ থেকে ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে।