হোম আন্তর্জাতিক হামাস চায় মুসলিম-পশ্চিমা বিশ্বের ‘বিভক্তি’: ইতালির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ইসরাইলের ভূখণ্ডে হামাসের হামলার উদ্দেশ্য হলো মুসলিম বিশ্ব, ইসরাইল ও পাশ্চাত্যের মধ্যে এমন ‘বিভক্তি’ সৃষ্টি করা যা আর দূর করা যাবে না।

শনিবার (২১ অক্টোবর) মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে হামাস-ইসরাইল যুদ্ধ নিয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মেলোনি বলেন,হামাস ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় হামলা করেছিল বলে আমি মনে করি না। হামলা ফিলিস্তিনি ও ইসরাইলের মধ্যে একটি অসংলগ্ন দূরত্ব তৈরি করবে। যার অর্থ, এই হামলার লক্ষ্য আমরা সবাই, আমরা হামাসের এই ফাঁদে পড়তে পারি না। যেটি করা হবে বোকার মতো কাজ করা।

মেলোনি বলেন, ‘যদিও আমাদের অবস্থানে অনেক দূরত্ব রয়েছে। আমাদের স্বার্থগুলো ঠিকভাবে কাজ করতে হবে গাজায় যা হচ্ছে সেটি যেন আরও বিস্তৃত দ্বন্দ্বে, একটি ধর্মীয় যুদ্ধে এবং সভ্যতার যুদ্ধে পরিণত না হয়।’

ইতালির প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য মুসলিম বিশ্ব দুর্বল হয়ে পড়ছে। মেলোনি মনে করেন, হামাসের ’সন্ত্রাসী কর্মকাণ্ড’ বাস্তবে ফিলিস্তিনিদের জন্য একটি সমাধানে পৌঁছাতে বাধাগ্রস্ত করছে।

তিনি বলেন, মুসলিম বিশ্ব ও পশ্চিমাদের মধ্যে সংলাপ অব্যাহত রাখতে হবে। তার মতে, পশ্চিমা বিশ্বের চেয়ে মুসলিম বিশ্ব সন্ত্রাসবাদের বেশি ভুক্তভোগী।

এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে একটি আলাদা বৈঠক করেন ইতালির প্রধানমন্ত্রী। এরপর তিনি ইসরা্ইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে তেল আবিবে চলে যান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন