সংকল্প ডেস্ক:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সরকার নির্দেশিত সকল বিধিনিষেধ মেনে এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় সাতটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড এর পাশাপাশি জেলা প্রশাসনের চার জন অতিরিক্ত জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থিতিতে নয় জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য দায়িত্ব পালন করছেন। এ বছর সাতক্ষীরা জেলায় দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরার আওতায় এনেছে। এবছর দুর্গোৎসবে যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বছর জেলার ৭টি উপজেলায় ৬০৬টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তারমধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ১১২টি, কলারোয়া উপজেলার ৪৮টি, তালা উপজেলার ১৯৬টি, আশাশুনি উপজেলার ১০৮টি, দেবহাটা উপজেলার ২১টি, কালিগঞ্জ উপজেলার ৫১টি ও শ্যামনগর উপজেলার ৭০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৯ অক্টোবর মহাপঞ্চমীতে সায়ংকালে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনসাধারণের সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।
দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য ও যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূজা মণ্ডপ ও মণ্ডপের বাইরে দায়িত্ব পালন করছে।