হোম আন্তর্জাতিক ইসরাইলকে সমর্থনের প্রতিবাদ: জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য শুনলেনই না প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক:

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি সম্মেলনে এক বিরল দৃশ্য দেখা গেল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান হামলা ও এর প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থনের প্রতিবাদে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য শুনলেন না প্রতিনিধিরা।

ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত বন্ধের লক্ষ্যে গত বুধবার (১৮ অক্টোবর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপিত একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র ‘ভেটো’ দেয়ার পরই ঘটে এ ঘটনা। এদিন মার্কিন রাষ্ট্রদূত মিশেল টেইলর বক্তব্য শুরু করার পরই আসন ছেড়ে উঠে যান বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

প্রতিনিধিদের এই ‘ওয়াকআউট’কে আমেরিকার মানবাধিকার রেকর্ডের বিরুদ্ধে নীরব প্রতিবাদ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে এই প্রতিবাদ একটি বিতর্কিত বিষয়ের প্রতি সারাবিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

ইসরাইল ও গাজার শাসকগোষ্ঠী হামাসের মধ্যে চলমান সংঘাত বন্ধে চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উপস্থাপন করে ব্রাজিল। এরপর দুবার এ নিয়ে ভোটাভুটি পেছায়।

অবশেষ গত বুধবার (১৮ অক্টোবর) ভোটাভুটি হয়। এতে সদস্য দেশগুলোর মধ্যে ১২টি দেশ পক্ষে ভোট দেয়। আর রাশিয়া ও যুক্তরাজ্য ভোট দেয়া থেকে বিরত থাকে। একমাত্র দেশ হিসেবে প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র যা বিশ্ববাসীকে হতবাক করেছে।

সম্প্রতি হামাসের আকস্মিক অভিযানের পর গাজায় উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরাইল। যা গত ১৪ দিন ধরে অব্যাহত রয়েছে। ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) পর্যন্ত মুত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৩৭ জনে। নিহতদের মধ্যে ১ হাজার ৬৬১ জনই শিশু। আহত হয়েছেন আরও ১৩ হাজার ২৬০ জন। ইসরাইলের সর্বাত্মক অবরোধের কারণে মানবিক বিপর্যয়ের মুখে গাজা উপত্যকা। এখানকার ২৩ লাখ অধিবাসী ত্রাণ সহায়তার অপেক্ষায় রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন