ইবি প্রতিনিধি:
পরীক্ষার অসদুপায় অবলম্বনের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি নির্ধারণ করেছে কর্তপক্ষ।
এর মধ্যে ৬ শিক্ষার্থীর এক সেমিস্টারের সকল কোর্স এবং একজনের একটি নির্ধারিত কোর্সের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাকি একজনকে শেষ বারের জন্য সতর্ক করা হয়েছে। গত ৩ অক্টোবর ছাত্রশৃঙ্খলা কমিটির সভার সুপারিশ অনুযায়ী ৮ অক্টোবর উপাচার্যের সিন্ডিকেট সভায় অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (১০ অক্টোবর) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীর বিএসসি (সম্মান) ৪র্থ বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা-২০২২ এর সকল কোর্সের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়া কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একজনের ১ম বর্ষ ২য় সেমিস্টারের, মার্কেটিং বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থীর বিবিএ ৩য় বর্ষ ১ম সেমিস্টার, এবং অর্থনীতি বিভাগের মাস্টার্স ২০২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর এম.এস-এস ১ম সেমিস্টার পরীক্ষার সকল কোর্সের পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থীর ২য় বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষার একটি কোর্সের পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়। তবে সকল খরচ বহন সাপেক্ষে ওই শিক্ষার্থী রিটেক পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক দফতর। এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর কৃত অপরাধের ধরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা সাপেক্ষে তাকে শেষবারের মতো সতর্ক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে শিক্ষার্থীদের বিভিন্ন কোর্স বাতিল করা হয়েছে। পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের বিভিন্ন ধারা অনুযায়ী তাদের শাস্তির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হবে।