মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
যান্ত্রিক ত্রুটিতে ৩দিন ধরে বন্ধ থাকার পর ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রর। কেন্দ্রটির ছাই নির্গমন প্রক্রিয়ার ত্রুটিজনিত কারণে শুক্রবার বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ত্রুটি সারিয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফের উৎপাদনে যায় এ কেন্দ্রটি। উৎপাদনের সাথে সাথেই এখান থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে ২৬০মেগাওয়াট বিদ্যুৎ।
রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল আজিম জানান, যান্ত্রিক (কেন্দ্রটির ছাই নির্গমন প্রক্রিয়া) ত্রুটির কারণে শুক্রবার থেকে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে সোমবার ফের উৎপাদন শুরু হয়েছে এ বিদ্যুৎ কেন্দ্রের। এর আগে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে গত ১৬জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। টারবাইন মেরামত শেষে ২০জুলাই উৎপাদন শুরু হয়।
বর্তমানে কেন্দ্রটিতে কয়লার মজুদ থাকলেও মুলত যান্ত্রিক ত্রুটিতে একের পর এক বন্ধ হচ্ছে এ বিদ্যুৎ কেন্দ্রটি। এ কেন্দ্রের সমুদয় জ্বালানী কয়লা আমদানী করা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে।
উল্লেখ্য, গত বছরের ১৭ডিসেম্বর রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর ৯মাসে ৮বার বন্ধ হয়েছে এ প্লান্টটি। উৎপাদন শুরুর পর প্রথম ১৪জানুয়ারী, এরপর পর্যায়ক্রমে ১৫এপ্রিল, ২৩এপ্রিল, ৩০জুন, ১৩জুলাই, ১৬জুলাই, ৩০জুলাই ও ১৪সেপ্টেম্বর বন্ধ হয় এ বিদ্যুৎ কেন্দ্রটি। ৮বারের মধ্যে ৫বার বন্ধ হয় টার্বাইন ত্রুটি, বয়লার টিউব লিকেজ, কুলিং হিটার ছিদ্র, হাই প্রেশার স্টিম লিকেজ, অয়েল লিকেজ ও গ্ল্যান্ডফিল লিকেজের কারণে। আর ৩বার বন্ধ হয়েছে কয়লার সংকটে।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাঃ লিঃ (বিআইএফপিসিএল)/মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট/রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৩২০মেগাওয়াটের দুইটি ইউনিটের ৬৬০মেগাওয়াটের প্রথম ইউনিট চালু হয় ২০২২সালের ১৭ডিসেম্বর। আর ৬৬০মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন চলতি মাসেই হওয়ার কথা রয়েছে। সেপ্টেম্বর মাসের যে কোন সময়ে ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী ভার্চুয়ালী দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।