হোম আন্তর্জাতিক মুক্তি পেলো বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে হলিউডে বানানো বহুল আলোচিত তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’ মুক্তি দেয়া হয়েছে। গত সোমবার (১৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পেয়েছে। আর মঙ্গলবার (১৫ আগস্ট) থেকে এটি বিশ্বের অন্যান্য প্রান্তেও মুক্তি দেয়া হয়।

২০১৬ সালের হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮০ মিলিয়ন বা ৮ কোটি ডলারেরও বেশি অর্থ হাতিয়ে নেয় হ্যাকাররা।

দুর্ধর্ষ ওই হ্যাকিংয়ের ঘটনা নিয়ে এবার তথ্যচিত্র প্রকাশ করে ঝড় তুলেছে হলিউডের ইউনিভার্সাল পিকচার্স। গেল সোমবার যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তির পর থেকেই নেট দুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা। মঙ্গলবার থেকে এটি দেখা যাচ্ছে বিশ্বের অন্যান্য প্রান্তেও।

তথ্যচিত্রটি দেখতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ায় দেখা দিয়েছে সার্ভার জটিলতাও। সামাজিক যোগাযোগে ‘বিলিয়ন ডলার হাইস্ট’ নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

একদল হ্যাকার কীভাবে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৮১ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয় এবং হ্যাকারদেরই সামান্য একটি ভুল টাইপের কারণে আরও ২০ মিলিয়ন বা ২ কোটি ডলার হাতিয়ে নেয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ ব্যাংক, তাই দেখানো হয়েছে তথ্যচিত্রে।

বিলিয়ন ডলার হাইস্টের পরিচালক ড্যানিয়েল গর্ডন তথ্যচিত্রে বলেন, মানবজাতি বর্তমানে চারটি ক্ষেত্রে অস্তিত্ব নিয়ে হুমকির মুখে রয়েছে। আর এগুলো হলো মহামারি, বিধ্বংসী অস্ত্র, জলবায়ুর পরিবর্তন ও সাইবার ঝুঁকি। মূলত সাইবার ঝুঁকির ভয়াবহ দিকগুলোই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন তথ্যচিত্রটিতে।

বেশ কয়েকটি দেশ, টাইম জোন ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এ সাইবার অপরাধের ঘটনাকে তথ্যপূর্ণ উপস্থাপনের মাধ্যমে দমবন্ধ করা এক বিনোদনে পরিণত করেছেন পরিচালক ড্যানিয়েল গর্ডন। অ্যানিমেশন ও হ্যাকিংয়ের বিভিন্ন আর্কাইভাল ফুটেজের পাশাপাশি ব্রিটিশ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মিশা সাক্ষাৎকারের মাধ্যমে রিজার্ভ চুরি ও সাইবার নিরাপত্তার বিষয়টিও অসামান্য দক্ষতায় পর্দায় ফুটিয়ে তোলেন তিনি।

‘বিলিয়ন ডলার হাইস্ট’ যৌথভাবে প্রযোজনা করেছে জেনারেল ফিল্ম করপোরেশ এবং ইনজিনিয়াস মিডিয়া। আর এটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বাজারে নিয়ে এসেছে ইউনিভার্সাল পিকচার্স। এরইমধ্যেই আইএমডিবি বা ইন্টারন্যাশনাল মুভি ডেটাবেজে ৭ দশমিক ৭ রেটিং অর্জনেও সক্ষম হয়েছে তথ্যচিত্রটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন