আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরের শ্রীনগর বিমানঘাঁটিতে মিগ-২৯ ফাইটার জেটের একটি দল মোতায়েন করেছে ভারত। সীমান্তবর্তী দেশ চীন ও পাকিস্তানের আগ্রাসন মোকাবিলায় এই যুদ্ধবিমানের দলটি মোতায়েন করা হয়।
শনিবার (১২ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার ভিপুর শর্মা বলেছেন, কাশ্মীরের শ্রীনগর সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতে। ফলে সেখান থেকে কাশ্মীর ও লাদাখ সীমান্তে নজরদারি সহজ হবে। এ জন্য শ্রীনগরের ঘাঁটিতে উন্নতমানের ও শক্তিশালী মিগ-২৯ মোতায়েন করা হয়েছে। এই যুদ্ধবিমানটি দুই দিকের শত্রুদের মোকাবিলা করতে সক্ষম।
এর আগে ভারত-পাকিস্তান সীমান্তে নজরদারি চালাতে রাশিয়ার তৈরি মিগ-২১ যুদ্ধবিমান ব্যবহার করা হয়। এখন যুক্ত হলো আধুনিক যুদ্ধবিমান।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, শ্রীনগরে মিগ-২৯ ‘স্কোয়াড্রন ট্রাইডেন্টস’ এর হাতে তুলে দেয়া হয়েছে এটি। ২০১৯ সালে সীমান্ত এলাকায় পাকিস্তানভিত্তিক জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিতে মিগ-২১ ব্যবহার করে দিল্লি।
বিমানবাহিনীর আরকে কর্মকর্তা শিভাম রানা বলেছেন, এই যুদ্ধবিমানের সর্বশেষ সংস্করণটি রাতের বেলা নাইট ভিশন গগলস দিয়ে নিখুঁত আক্রমণ চালাতে সক্ষম।
২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পরে চীনের হুমকি মোকাবিলার জন্য লাদাখ সেক্টরে মিগ-২৯ এর প্রথম যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল। এরপর থেকেই যুদ্ধবিমানটি একাধিক হামলার চেষ্টা ব্যর্থ করেছে।