বাণিজ্য ডেস্ক:
চলমান গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে অতিরিক্ত আরও ১৯০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
মঙ্গলবার (১১ জুলাই) এ অর্থায়নের অনুমোদন করার কথা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়েছে, এ প্রকল্পটি গ্রামীণ রাস্তাগুলোর উন্নয়নে অবদান রাখছে। একই সঙ্গে কৃষি অঞ্চলগুলো আরও বেশি উৎপাদনশীল হচ্ছে। পাশাপাশি উন্নয়ন ঘটছে বাংলাদেশের আর্থ-সামাজিক কেন্দ্রগুলোর।
এবিষয়ে এডিবির প্রধান গ্রামীণ উন্নয়ন বিশেষজ্ঞ মাসাহিরো নিশিমুরা বলেন, ‘এটি প্রকল্পটির জন্য এডিবির দ্বিতীয় অতিরিক্ত অর্থায়ন। এটি গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নয়ন এবং গ্রামীণ এলাকার জীবনযাত্রার মান উন্নত করতে, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনাকে স্থিতিস্থাপকতা দিতে এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে গ্রামীণ সড়ক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে প্রকল্পটি গ্রামীণ এলাকায় পরিবহন দক্ষতা এবং নির্ভরযোগ্যতা উন্নত করতে, কৃষি উৎপাদনশীলতা বাড়াতে এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করার জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে।’
২০১৮ সালের নভেম্বরে চলমান এই প্রকল্পটি অনুমোদিত হয়। এর লক্ষ্য হচ্ছে প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা সংস্কার করা, গ্রামীণ অবকাঠামো সংস্থা ও রাস্তা ব্যবহারকারীদের সক্ষমতা বাড়ানো এবং গ্রামীণ সড়ক মাস্টার পরিকল্পনার উন্নয়ন করা। এদিকে ২০২০ সাল থেকে মূল লক্ষ্যের সঙ্গে ৯০০ কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তা যুক্ত করা হয়েছে।
অতিরিক্ত এই অর্থায়নের মাধ্যেম সব ধরনের আবহওয়া উপযোগী, জলবায়ু স্থিতিস্থাপক এবং সুরক্ষা বৈশিষ্ট্যসংবলিত এক হাজার ৩৫০ কিলোমিটার সড়ক সংস্কার করা হবে।