হোম আন্তর্জাতিক সাংহাই সহযোগিতা সংস্থার নবম সদস্য হলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

সাংহাই সহযোগিতা সংস্থা বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) নবম সদস্য হিসেবে জোটভুক্ত হয়েছে ইরান। মঙ্গলবার (৪ জুলাই) এসসিও-এর বর্তমান সভাপতি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোটের শীর্ষ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে জোটের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। পাশাপাশি নতুন সদস্য হওয়ার প্রক্রিয়া হিসেবে বেলারুশকেও মেমোরেন্ডাম অব অবলিগেশন বা বাধ্যবাধকতা স্মারক স্বাক্ষর করানো হয়েছে।

সম্মেলনে ইরানের সদস্যপদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মোদি বলেন, ‘আমি খুশি যে, আজ ইরান এসসিও পরিবারে নতুন সদস্য হিসেবে যোগ দিতে যাচ্ছে। এ জন্য আমি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইরানের জনগণকে আমার শুভেচ্ছা জানাই। এছাড়াও, আমরা বেলারুশের এসসিও সদস্যতার জন্য “বাধ্যবাধকতা স্মারক” স্বাক্ষরকে স্বাগত জানাই।’

প্রায় ১৫ বছর আগে এসসিও-এর সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল। তবে নানা কারণেই ইরানের সদস্যপদ গ্রহণ করা হয়নি। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২১ সালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিলেন, ইরান জোটের নবম সদস্য হতে যাচ্ছে। তারও দুই বছর পর ইরান আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হলো।

সে সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান সাংহাই সহযোগিতা সংস্থার নবম সদস্য হতে যাচ্ছে। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২১তম শীর্ষ সম্মেলন শেষে সংস্থার আট দেশের নেতারা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পর্যবেক্ষক থেকে সদস্য রাষ্ট্রে পরিবর্তন করতে সম্মত হয়েছেন। তারা পূর্ণাঙ্গ সদস্য হিসেবে ইরানের মর্যাদা এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিতে স্বাক্ষর করেছেন।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন