হোম আন্তর্জাতিক পাল্টা অভিযানে ৮টা গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া অধিকৃত ৮টি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বাহিনীর বিরুদ্ধে চলমান পাল্টা অভিযানে গত দুই সপ্তাহে এসব গ্রাম উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো দখলে রুশ বাহিনী হামলা জোরদার করেছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে চাওয়ায় গত বছর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মধ্যদিয়ে তা সম্পূর্ণ যুদ্ধে রূপ নেয়। যুদ্ধের কয়েক মাসের মধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী বেশ কয়েকটা অঞ্চল দখল করে নেয় রুশ বাহিনী।

রাশিয়া অধিকৃত ওই অঞ্চলগুলো উদ্ধারে গত কয়েক মাস ধরে পাল্টা অভিযান চালানোর প্রস্তুতি নেয় ইউক্রেন। অবশেষে গত সপ্তাহে (৪ জুন) দীর্ঘ প্রতীক্ষিত সেই অভিযান শুরু হয়। তবে এক সপ্তাহ পর পাল্টা অভিযানের বিষয়টি ঘোষণা দিয়ে জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (১৯ জুন) ইউক্রেন জানায়, পাল্টা অভিযানে দক্ষিণাঞ্চলে রাশিয়া অধিকৃত ৮টি গ্রাম পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী। উদ্ধার করা ওই গ্রামগুলোতে ইউক্রেনের জাতীয় পতাকা ওড়ানো হয়েছে।

গত রোববার (১৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, পতাকা ওড়াচ্ছে ইউক্রেনীয় সেনারা।

সেনারা বলেছে, গ্রামগুলো ইউক্রেনের জাপোরিঝঝিয়ার দক্ষিণাঞ্চলীয় পিয়াতিখাতকিতে অবস্থিত। দক্ষিণে রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলোতে যাওয়ার পথে এলাকাটির অবস্থান।

ভিডিওতে অজ্ঞাত এক সেনাকে বলতে শোনা যায়, ‘আজ, ১৮ জুন ১২৮ অ্যাসল্ট ব্রিগেড পিয়াতিখাতকি এলাকা থেকে রুশ সেনাদের তাড়িয়ে দিয়েছে। ‍রুশ সেনারা যুদ্ধ সরঞ্জাম ও গোলাবারুদ রেখে পালিয়ে গেছে।’

জাপোরিঝঝিয়া অঞ্চলে নিযুক্ত রাশিয়ার এক কর্মকর্তাও গ্রামগুলো ইউক্রেনীয় বাহিনীর দখলে চলে যাওয়ার কথা স্বীকার করেছেন। ভ্লাদিমির রোগোভ নামের রুশ ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার গোলা হামলার মধ্যে ইউক্রেনীয় বাহিনী পিয়াতিখাতকি দখলমুক্ত করে সেখানে অবস্থান নিয়েছে।

অঞ্চলটিতে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা অভিযান শুরু হওয়ার পর এটা কিয়েভের দ্বিতীয় অর্জন। তবে রাশিয়া বলছে, তাদের অভিযানের কারণে ইউক্রেনীয় বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।

গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট তিনি বলেন, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে। তাদের প্রতিরক্ষা ব্যুহ উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন