হোম আন্তর্জাতিক ফের চালু হলো মিশরের ত্রয়োদশ শতকের ঐতিহাসিক মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক:

ফের চালু হয়েছে মিশরের ত্রয়োদশ শতকের ঐতিহাসিক আল জাহির বাইবার্স মসজিদ। দীর্ঘদিন ধরে সংস্কার কাজের পর সোমবার (৫ জুন) মসজিদটি মুসল্লিদের জন্য খুলে দেয়া হয়।

মামলুক শাসনামলে ১২৬৮ সালে মসজিদটি নির্মিত হয় এবং মামলুক সুলতান আল জাহির বায়বার্স আল বানদুকদারির নামে নামকরণ করা হয়। মসজিদটি রাজধানী কায়রোর উত্তরে তিন একর এলাকাজুড়ে বিস্তৃত। এটি মিশরের তৃতীয় বৃহত্তম মসজিদ।

মসজিদটির সংস্কার কাজের তত্ত্বাবধানে থাকা তারেক মোহাম্মদ আল বেহায়রি। তিনি বলছেন, মসজিদটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যান্ত্রিক ও রাসায়নিক সংস্কার কার্যক্রম চালানো হয়েছে।

আল বেহায়রি আরও বলেন, মসজিদের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। কিছু অংশ ভেঙেও ফেলা হয়েছে। কারণ সেগুলো মসজিদের অংশ হিসেবে থাকার জন্য কাঠামোগতভাবে অনুপযুক্ত ছিল। তবে আমরা সঠিক প্রত্নতাত্ত্বিক শৈলী অনুসারে কাজ করার ব্যাপারে আগ্রহী ছিলাম।

রয়টার্সের এক প্রতিবেদন মতে, মসজিদটির সংস্কার কার্যক্রমে ব্যয় হয়েছে ৭৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। কাজাখস্তান ও মিশর সরকারের অর্থায়নে ২০০৭ সালে এই সংস্কার কার্যক্রম শুরু হয়।

সংস্কারের আগ পর্যন্ত প্রায় ২২৫ বছর ধরে মসজিদটি কখনও পরিত্যক্ত, আবার কখনও ধর্মীয় নয় এমন সব কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে। যেমন আঠার শতকে ফরাসি সম্রাট নেপোলিয়নের মিশর অভিযানকালে একে দুর্গ হিসেবে ব্যবহার করা হয়।

এরপর ১৯ শতকে অটোমান শাসনামলে এটি বহু বছর ধরে সাবান কারখানা; এরপর ব্রিটেনের মিশর অভিযানকালে একে কসাইখানা হিসেবে ব্যবকার করা হয়। ফলে দীর্ঘ সময় ধরে মসজিদটি সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তবে বহু বছর পরে হলেও মসজিদটি আবারও তার স্বমহিমায় ফিরে এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন