বাংলাদেশে দারিদ্র্যের হার আগের তুলনায় কমেছে। ছয় বছরের ব্যবধানে দারিদ্র্যের হার পাঁচ দশমিক ছয় শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭ শতাংশে। একইসঙ্গে চরম দারিদ্র্যের হার কমেছে সাত দশমিক তিন শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপে এ তথ্য উঠে এসেছে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
বিবিএসের জরিপ অনুযায়ী, ছয় বছর আগে ২০১৬ সালের খানা আয় ও ব্যয় জরিপে দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক তিন শতাংশ। আর চরম দারিদ্র্যের হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ। তবে, ২০২২ সালের জরিপ অনুযায়ী, দারিদ্র্যের হার পৌঁছেছে ১৮ দশমিক সাত শতাংশে। অন্যদিকে, চরম দারিদ্র্যের হার হার দাঁড়িয়েছে পাঁচ দশমিক ছয় শতাংশে।
একনেক সভায় প্রধানমন্ত্রীকে দারিদ্র্য কমার খবর দেওয়ার কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী। এম এ মান্নান বলেন, ‘খবরটি শুনে প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন।’